পাকিস্থানের ভারসাম্য রক্ষার্থের মিথ্যা অজুহাতে শিয়াদের গ্রেফতার করা হচ্ছে
পাকিস্থানের ভারসাম্য রক্ষার্থের মিথ্যা অজুহাতে শিয়াদের গ্রেফতার করা হচ্ছে
টিভি শিয়া রিপোর্টঃ সাম্প্রতিক দিনগুলোতে পাকিস্থানের নিরাপত্তা বাহিনীরা শিয়া এলাকায় অতর্কিত হামলা করে এবং তাদেরকে বিনা দোষে তাদেরকে আটক করে। বলা হয়েছে যে, বিভিন্ন স্থান যেমন আব্বাস টাউন, রাযাওয়ি। শিয়ারা কোন হামলার ঘটনার সাথে জড়িত ছিল না তাদেরকেও পুলিশ আটক করে।
উক্ত ঘটনার কারণে শিয়াদের বিভিন্ন সংগঠন এবং নেতৃবৃন্দগণ পুলিশের এহেন আচরণের কঠোর বিরোধিতা করে। তারা বলে যে, তাদের যুবকদের অহেতুক আটক করা হয়েছে এবং তারা হুমকির সম্মুখিন এবং যেকোন মূহূর্তে তাদেরকে হয়তো হত্যা করা হতে পারে। তাই তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দেয়া হোক।
নতুন কমেন্ট যুক্ত করুন