প্রত্যেক নারী হাজীর সাথে একজন মাহরাম (যাদের সাথে বিবাহ হারাম) থাকতে হবে
প্রত্যেক নারী হাজীর সাথে একজন মাহরাম (যাদের সাথে বিবাহ হারাম) থাকতে হবে
টিভি শিয়া রিপোর্টঃ সৌদি আরবের হজ্ব কাফেলার উদ্দেশ্যে সৌদি হজ্ব মন্ত্রণালয় ঘোষণা করেছেঃ যদি কোন ৪৫ বছরের কম বয়সি নারী হজ্ব করতে চাই তাহলে তাকে অবশ্যই সৌদি আরবের আইন অনুযায়ি সাথে একজন মাহরাম কে আনতে হবে।
সৌদি হজ্ব মন্ত্রণালয় গত বছর নাইজেরিয়ার প্রায় হাজার নারী হাজী যাদের সাথে কোন মাহরাম ছিল না তাদেরকে হজ্বে অংশগ্রহণ করার অনুমতি দেয়া হয়নি বরং তাদেরকে যে প্লেনে তারা এসেছিল সেই প্লেনেই তাদেরকে ফেরত পাঠানো হয়।
নতুন কমেন্ট যুক্ত করুন