মালয়েশীয় মন্ত্রী : শিয়ারা মুসলমানদের জন্য হুমকি! ইমাম রেজা (আ.) মাদ্রাসায় হামলা

 

মালয়েশীয় মন্ত্রী : শিয়ারা মুসলমানদের জন্য হুমকি! ইমাম রেজা (আ.) মাদ্রাসায় হামলা


টিভি শিয়া রিপোর্ট : মালয়েশিয়ার শিয়া বিরোধী এক উগ্র মন্ত্রী ঐক্যভঙ্গকারী এক মন্তব্যে শিয়া মাহযাবের শিক্ষা চর্চাকে সমাজের জন্য হুমকি বলে উল্লেখ করে এ বিষয়ে সুন্নিদেরকে সতর্ক করে দিয়েছেন!
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের ধর্ম বিষয়ক কর্মকর্তা ‘জামিল খাইর’ দাবী করেছেন যে, নেতিবাচক বিভিন্ন কারণ ধর্মের বিষয়ে যাদের পর্যাপ্ত জ্ঞান নেই তাদের উপর অশুভ প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যুবকদের উপর।
‘শিয়া ও লিবারালিজমের হুমকির বিপরীতে(!) ঈমান শক্তিশালী করণ’ শিরোনামে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি বলেন : এ পরিস্থিতি নিশ্চিতভাবে দেশকে হুমকির মুখে ঠেলে দেবে; কেননা যুবকরা হচ্ছে দেশের পূঁজি ও ভবিষ্যত।
বিভিন্ন মাযহাবের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অন্যান্য দলের সহযোগিতায় সফল হবে। তিনি বলেন : সরকারী ও বেসরকারী সংস্থাসমূহ, মসজিদ এবং প্রভাবশালী ব্যক্তিরা এ সকল হুমকির (!) বিপরীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।
এদিকে দেশের পারলিস প্রদেশ হতে প্রাপ্ত খবরে জানা গেছে যে, এ প্রদেশে শিয়াদের তত্পরতার উপর কড়া নজর রাখা হচ্ছে। মালয়েশিয়ার সবচেয়ে ছোট প্রদেশের ধর্ম বিষয়ক পরিষদের প্রধান ‘খাইরি হাসান’ বলেছেন : আমরা শিয়াদের তত্পরতার উপর কড়া নজর রাখছি। যদিও তাদের অনেক তত্পরতা চলছে গোপনে। আমাদের টার্গেটভূক্ত একটি দল হচ্ছে এ প্রদেশে অবস্থানরত বিদেশী ছাত্ররা।
খাইরি দাবী করেছেন যে, পারলিস প্রদেশে শুধুমাত্র ৫ ব্যক্তি সক্রিয়ভাবে শিয়া তত্পরতায় অংশগ্রহণ করছে। পারলিসের ধর্ম বিষয়ক অধিদপ্তর, মালয়েশিয়ান ইমিগ্রেশন এবং পারলিসের মুফতি পরিষদ তাদের উপ কড়া নজর রাখছে!!!
তিনি এ বিষয়ে কোন ব্যাখ্যা দেননি যে, অন্যান্য মুসলিম ভাইদের মাঝে এ পাঁচজন শিয়ার উপস্থিতি তাদের জন্য কি হুমকি ডেকে আনতে পারে?!
তিনি আরো বলেন : ইতিমধ্যে পারলিসের ওলামারা শিয়া মাযহাবের শিক্ষা চর্চার উপর নিষেধাজ্ঞা আরোপ করে ফতওয়া দিয়েছেন এবং এ ফতওয়ার বিরুদ্ধাচারণ কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেন : আমরা আশাবাদী যে, সমাজের বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষ যখনই শিয়াদের কোন বইয়ের বিষয়ে তথ্য লাভ করবেন সে সম্পর্কে ধর্ম বিষয়ক প্রাদেশিক অধিদপ্তরকে অবগত করবেন।
সালাঙ্গুরে ইমাম রেজা (আ.) মাদ্রাসায় হামলা
মালয়েশিয়ায় শিয়া বিরোধী পদক্ষেপ শুধুমাত্র হুমকি ও গ্রেফতারে মাঝে সীমাবদ্ধ নেই। গত শনিবার সালাঙ্গুর পুলিশের একটি দল প্রদেশের সেরি গোম্বাক অঞ্চলে অবস্থিত ইমাম আলী ইবনে মুসা আর-রেজা (আ.) মাদ্রাসা হামলা করে মাদ্রাসা অভ্যন্তরে ব্যাপক ভাংচুর চালিয়েছে।
উল্লেখ্য, ২০১০ সালের ১৫ই ডিসেম্বর (শবে আশুর) সালাঙ্গুর প্রদেশের পুলিশ এ মাদ্রাসায় হামলা চালিয়ে ইমাম হুসাইন (আ.) এর আযাদারীতে অংশগ্রহণকারী ২০০ জন আযাদারকে গ্রেফতার করেছিল।
সূত্রঃ বার্তা সংস্থা আবনা।

 

নতুন কমেন্ট যুক্ত করুন