হজরত আলী (আ.) এর সংক্ষিপ্ত পরিচয়

হজরত আলী (আ.) এর সংক্ষিপ্ত পরিচয়

হজরত আলী (আ.) এর সংক্ষিপ্ত পরিচয়


নামঃ আলী।
উপাধিঃ আমিরুল মুমিনিন, মোর্তযা।
ডাক নামঃ আবুল হাসান
পিতার নামঃ আবু তালিব।
মাতার নামঃ ফাতিমা বিনতে আসাদ।
জন্ম তারিখঃ ১৩ই রজব, রাসুল (সা.) এর নবুওয়াতের ১০ বছর পূর্বে, হস্তি বছরের ৩০ বছর পরে।
জন্মস্থানঃ মক্কা, কাবা গৃহে।
আয়ুঃ ৬৩ বছর।
ইমামতকালঃ ৩০ বছর।
খোলাফতের সময়কালঃ প্রায় ৪ বছর ৯ মাস।
আহত হওয়ার স্থানঃ মসজিদে কুফা।
শাহাদতঃ ১৯শে রমজান, ৪০ হিজরী।
হত্যাকারীঃ ইবনে মুলজিম মুরাদী।
দাফনের স্থানঃ নাজাফে আশরাফ।
সন্তানঃ ২৬জন, ১১জন ছেলে এবং ১৬জন ১৬জন।

 

নতুন কমেন্ট যুক্ত করুন