'আশা করছি, সিরিয়া প্রশ্নে আমেরিকা ধোঁকা দেবে না '
সিরিয়া প্রশ্নে আমেরিকা ধোঁকা দেবে না
টিভি শিয়া রিপোর্ট : ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সিরিয়ার ব্যাপারে আমেরিকার নতুন অবস্থান ও ঘোষণা সম্পর্কে সতর্ক প্রতিক্রিয়া দেখিয়ে বলেছেন, তিনি আশাবাদী যে, আমেরিকার এই নতুন অবস্থান হবে আন্তরিক এবং তা নিছক সংবাদ মাধ্যমের প্রচারণা হবে না।
আমেরিকা আবারও অবাস্তব, স্বৈরতান্ত্রিক ও ভুল নীতির দিকে ফিরে যাবে না বলে তিনি সতর্ক আশাবাদ ব্যক্ত করেছেন। তার দেশ খোলা মন নিয়ে ও পুরোপুরি সতর্ক অবস্থায় সিরিয়া পরিস্থিতির দিকে নজর রাখছে বলেও তিনি উল্লেখ করেছেন।
ইরানের সর্বোচ্চ নেতা আজ (বুধবার) তার দেশের হজ্ব কর্মকর্তাদের এক সমাবেশে সিরিয়ার পরিস্থিতি এবং মার্কিন সরকারের যুদ্ধের হুমকির কথা তুলে ধরে বলেছেন, তারা আমেরিকার জাতীয় স্বার্থের দোহাই দিচ্ছেন, কিন্তু বাস্তবে তারা ইহুদিবাদী ও বড় বড় পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করছেন। আর এইসব স্বার্থ রক্ষার জন্য তারা যুদ্ধ বাধাতে এবং অন্য দেশগুলোর অধিকার পদদলিত করতে ও অন্য দেশগুলোকে ধ্বংস করতেও বিন্দুমাত্র দ্বিধান্বিত নয় বলে তিনি মন্তব্য করেছেন।
তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইসলামের শত্রুরা মুসলিম মাজহাবগুলোর মধ্যে মতবিরোধকে পুঁজি করে মুসলমানদের মধ্যে সংঘাত সৃষ্টির চেষ্টা করছে। পাকিস্তান, আফগানিস্তান, ইরাক ও বাহরাইনের মত দেশগুলোতে শিয়া-সুন্নি দ্বন্দ্বের নামে শত শত নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে বলে ইরানের সর্বোচ্চ নেতা উল্লেখ করেছেন।
তিনি বলেছেন, ইসলামের শত্রুরা এটা ভালো করেই বুঝেছে যে, মুসলিম মাজহাবগুলোর অনুসারীদের মধ্যে দ্বন্দ্ব দখলদার ইহুদিবাদী ইসরাইলের জন্যই লাভজনক।
সূত্রঃ বার্তা সংস্থা আবনা
নতুন কমেন্ট যুক্ত করুন