ইমাম রেজা (আ.) এর ভাইয়ের মাজারে হামলা
ইমাম রেজা (আ.) এর ভাইয়ের মাজারে হামলা
টিভি শিয়া রিপোর্ট : ‘আল-কায়েদা’র নামে তাকফিরী ওয়াহাবীরা ইরাক ও সিরিয়ায় বিভিন্ন অমানবিক পদক্ষেপের মাধ্যমে আমেরিকা এবং অবৈধ রাষ্ট্র ইসরাইলকে তাদের কুউদ্দেশ্যের নিকটবর্তী করতে চেষ্টার ত্রুটি রাখেনি। সন্ত্রাসী এ চক্রের সদস্যরা বিভিন্ন সময় শিয়া অধ্যুষিত গ্রামসমূহে হামলা, আহলে বাইত (আ.) এর সন্তানদের মাজার উড়িয়ে দেওয়ার হুমকি প্রদানের মাধ্যমে মহানবী (স.) এর আহলে বাইত (আ.) এবং তাঁদের অনুসারীদের প্রতি নিজেদের হিংসা ও বিদ্বেষের প্রকাশ ঘটিয়েছে।
অথচ এখনো হযরত মহানবী (স.) ও হযরত আমিরুল মু’মিনীন (আ.) এর বিশিষ্ট সাথী হযরত হুজর বিন আদি’র মাজার খনন ও কবর হতে তাঁর লাশ উত্তোলনের ছবি এখনো মুসলমানদের মন হতে মুছে যায়নি। ওয়াহাবীরা ইমাম রেজা (আ.) এর জন্মের দু’দিন পূর্বে তাঁরই ভাই সাইয়্যেদ আহমাদ (আ.) এর মাজারে হামলা চালিয়েছে।
দিয়ালা প্রদেশের শিয়া মাজারসমূহ পরিচালনা পরিষদের প্রধান ‘হুসাইন বাভি’ বলেছেন : বিভিন্ন সহিংস ঘটাতে এদেশে উপস্থিত সশস্ত্র ওয়াহাবী তাকফিরী সন্ত্রাসীরা গতকাল রোববার (১৫ই সেপ্টেম্বর) ইরাকের দিয়ালা প্রদেশের আবি সাইদা অঞ্চলে অবস্থিত ৭ম ইমাম মুসা কাযিম (আ.) এর পুত্র এবং অষ্টম ইমাম রেজা (আ.) এর সহোদর হযরত সাইয়্যেদ আহমাদ (আ.) এর মাজারে হামলা চালিয়েছে।
উগ্র তাকফিরী ওয়াহাবীরা মাজারে হামলা চালালে তারা মাজার রক্ষীদের ব্যাপক প্রতিরোধের মুখে পড়ে। মাজারের রক্ষী এবং সন্ত্রাসীদের মধ্যকার এ সংঘর্ষ প্রায় ১ ঘন্টা যাবত অব্যাহত ছিল।
উক্ত সংঘর্ষ একজন খাদেম শহীদ এবং অপর একজন আহত হন। আহত ঐ খাদেমকে হাসপাতালে স্থানান্তরিত করার পর তিনিও শাহাদাতের শুধা পান করেন।
জনাব হুসাইন বাভি আরো জানিয়েছেন : ওয়াহাবী সন্ত্রাসীদের হামলার মুখে মাজার শরিফের খাদেম ও রক্ষীরা প্রতিরোধ গড়ে তোলার কারণে সৌভাগ্যজনকভাবে মাজার শরিফ কোন ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়নি।
সূত্রঃ আহলে বাইত (আ.) বার্তা সংস্থা
নতুন কমেন্ট যুক্ত করুন