সন্ত্রাসবাদী ওয়াহাবীদের হামলায় ২০ জন নিহত এবং একাধিক আহত

সন্ত্রাসবাদী ওয়াহাবীদের হামলায় ২০ জন নিহত এবং একাধিক আহত


উত্তর পূর্ব বাগদাদে ৫৭ কিঃ মিঃ বাকুবে শহরের বিভিন্ন স্থানে তিনটি বোমা বিষ্ফোড়ন করা হয়। বিষ্ফোড়নে কমপক্ষে ৭জন নিহত এবং ১৩জন আহত বলে উল্লেখ করা হয়েছে।
টিভি শিয়া রিপোর্টঃ ইরাকের পুলিশ বলেছে ৩জন সাধারণ নাগরিক উক্ত বিষ্ফোড়নের কারণে মারা গেছে এবং ২জন নারী সহ ৭জন আহত হয়েছে।
ইরাকের পুলিশ আরো বলেছে আবি সাইদা নামক গ্রামের শেষ প্রান্তে আরো একটি বোমা বিষ্ঠোড়ন করা হয় তাতে ৩জন মারা যায় এবং অরো ৩জন আহত হয়।
অনুরূপভাবে উত্তর পূর্ব বাকুবে নামত গ্রামের আরো একটি বোমা বিষ্ফোড়ন করা হয় যাতে একজন পুলিশ কর্মী এবং আরো তিনজন আহত হয়।

নতুন কমেন্ট যুক্ত করুন