হজরত কুমাইলের জন্যে ইমাম আলী (আ.) এর ওসিয়ত -১০

হজরত কুমাইলের জন্যে ইমাম আলী (আ.) এর ওসিয়ত -১০

হজরত কুমাইলের জন্যে ইমাম আলী (আ.) এর ওসিয়ত -১০

হে কুমাইল! আল্লাহ তায়ালার শপথ! আমার অনুসরণের জন্য আমি কারও তোষামোদি করি না এবং এটাও আশা করছি না যে কেউ আমার বিরোধিতা না করুক।অনুরূপভাবে আরবদেরকে আমাকে আমিরুল মুমিনীন বলার জন্য ঘুষ দিতেও রাজি নই।
হে কুমাইল! যারা দুনিয়ার মোহে আকৃষ্ট হয়েছে, তারাক্ষণিকের জন্য লাভবান। আর আমরা আখিরাতের প্রতি আকৃষ্ট এবং তা চিরস্থায়ী ও চিরন্তন।
হে কুমাইল! প্রতিটি মানুষকেই আখিরাতের (পরকাল) উদ্দেশ্যে যেতে হবে। আর আখিরাতে আমরা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতের উচ্চতর স্থানের আশা করি। যা আল্লাহ তায়ালা শুধুমাত্র উত্তরাধিকার সূত্রে সৎকর্ম শীলদের অনুদান করে থাকেন।
হে কুমাইল! যে ব্যক্তি জান্নাতের অধিকারী নয় তাকে জাহান্নামের আগুণ এবং অপমান জনক স্থায়ী যন্ত্রণার সংবাদ দাও।
হে কুমাইল! আল্লাহ তায়ালা আমাকে যে তৌফিক দান করেছেন, তার জন্য আমি সর্বদা ও সকল অবস্থায় আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি।
যদি যেতে চাও প্রস্তুত হও, অর্থাৎ সময় শেষ হয়ে গিয়েছে এবং এটা তোমার, সময় এবং কাজের শৃঙ্খলার জন্য নির্দেশ করা হয়েছে।(তোহাফুল ওকুল; ১৭১।)
সূত্রঃ ইন্টারনেট

 

নতুন কমেন্ট যুক্ত করুন