দোয়ার গুরুত্ব ৪র্থ পর্ব
দোয়ার গুরুত্ব ৪র্থ পর্ব
আল্লাহ্র অসতীত্ব, বান্দাদেরকে সমস্ত অবস্থায় দোয়া করার নির্দেশ দিয়েছেন এবং তাঁদের থেকে চেয়েছেন শুঁখে ও দুঃখতে আল্লাহ্র মাথা নত করার এবং আল্লাহ্র বারগাহতে দোয়ার জন্য হাত তুলা বিনয় সাথে চোখে অশ্রু মন ভরা অবস্থায় নিজের প্রয়োজনীয়তা মহান আল্লাহ্র দরবারে চায়বে এবং সে অবশই দোয়া কবুল হয়ার প্রতি ভরসা, বিশ্বাস ও আশা রাখবে এবং অবশয় ঘোষণা করেছেন যে কেউ দোয়ায় (এবাদতে) গর্ব বোধ করে অনেক লজ্জিত ও লাঞ্ছিত হবে এবং সত্বরই জাহান্নামে দাখিল হবে এবং এই সমস্ত বিষয় এর প্রকাশ্য ও বতেনি একটি আয়াতে উল্লেখ করেছেনঃ
وَ قالَ رَبُّكُمُ ادْعُوني أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبادَتي سَيَدْخُلُونَ جَهَنَّمَ داخِرين
তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাক, আমি সাড়া দেব। যারা আমার ইবাদতে অহংকার করে তারা সত্বরই জাহান্নামে দাখিল হবে লাঞ্ছিত হয়ে। সূরা গাফের- ৬০।
সূত্রঃ আনসারীয়ানের তথ্য কেন্দ্র
নতুন কমেন্ট যুক্ত করুন