নৈতিকতার দৃষ্টিতে তওবা করা ওয়াজিব -৫
নৈতিকতার দৃষ্টিতে তওবা করা ওয়াজিব -৫
হুসাইন বিন আবি আলা বলেন: ইমাম জাফর সাদিক(আ.)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন:
الكِبْرُ قَدْ يَكُونُ فِى شِرارِ النّاسِ مِنْ كُلِّ جِنْس وَالْكِبْرُ رِداءُ اللهِ فَمَنْ نَازَعَ اللهَ عَزَّ وَجَلَّ رِدَاءَهُ لَمْ يَزِدْهُاللهُ اِلاَّ سَفالا . . .
সর্বাপেক্ষা নিকৃষ্ট মানুষরা অহংকার করে তাই সে যে ধরণের (মহিলা বা পুরুষ)মানুষই হোক না কেন। অহংকারএকমাত্র আল্লাহর জন্য উপযুক্ত। যদি কেউ মহান আল্লাহর সাথে অহংকার করতে চায় আল্লাহ তার অপমান ও লাঞ্ছনা বৃদ্ধি করে দেন।(উসুলে কাফী 2য় খণ্ড, পৃ: 309, বাবুল কিবর, হাদিস-2; বিহারুলন আনওয়ার 70তম খন্ড,পৃ: 290; বাব-130, হাদিস-2)
ইমাম বাকের(আ.) বলেছেন:
اِنَّ فِى السَّماءِ مَلَكَيْنِ مُوَكَّلَيْنِ بِالعِبادِ فَمَنْ تَواضَعَ للهِِ رَفَعاهُ وَمَنْ تَكَبَّرَ وَضَعاهُ
করেন আর যারা অহংকার করে মহান আল্লাহ তাদেরকে লাঞ্ছিত ও অপমানিত করেন।(উসুলে কাফী 2য় খণ্ড, পৃ: 309, বাবুল কিবর, হাদিস-3; ছাওয়াবুল আমাল পৃ: ২২১, বাবুল ইকাবুল মুতাকাব্বির; বিহারুলন আনওয়ার 70তম খন্ড,পৃ: 213; বাব-130, হাদিস-3)
সূত্রঃ আনসারীয়ানের তথ্যকেন্দ্র
নতুন কমেন্ট যুক্ত করুন