খাদিজা বিয়ের সময়ে তার বয়স ছিল ২৫ নাকি ৪০ বৎসর!?
খাদিজা বিয়ের সময়ে তার বয়স ছিল ২৫ নাকি ৪০ বৎসর!?
এটাই বিখ্যাত(শিয়া সুন্নি নির্বিশেষে) যে রাসুলের(সা.) সাথে বিয়ের সময় মা খাদিজার বয়স ছিল ৪০ বৎসর এবং রাসুলের(সা.) বয়স ছিল ২৫ বৎসর। অর্থাৎ ১৫ বৎসরের তারতম্য; এবং এই ভিত্তিহীন দৃষ্টিভঙ্গির জন্য তারচেয়ে অধিক বেশি ভিত্তিহীন কথাকে (যেমন রাসুলের(সা.) ইন্দ্রিয়পরায়ণ ও কামুক না হওয়া, যা কিনা স্বয়ং নিজেই রাসুলের(সা.) জন্য একটা বড় ধরণের ধৃষ্টতা ও অসম্মানজনক আচরণ); প্রমান স্বরূপ যেশ করা হল। যা মেনে নেয়া যায়না। তদুপরি যদি আমরা ইতিহাসের পাতায় দৃষ্টি দেই আমাদের জন্য অত্যন্ত সুস্পষ্টভাবে পরিস্কার হয়ে যাবে যে এই দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভুল। কেননা মৃত্যুর সময় মা খাদিজার বয়স ৫০ থেকে ৬০ বৎসর উল্লেখ করা হয়েছে (ইয়াকুবি ৫০ বৎসরকে বর্ণনা করেছেন)। অবশ্য তিনি আমুল হুযন বৎসরে অর্থাৎ বে'সতের ১০ বৎসর পর মৃত্যুবরণ করেছেন, তাছাড়া বে'সতের ১৫ বৎসর পূর্বে নবী করিমের(সা.) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যা যোগ করলে মোট ২৫ বৎসর হয়। যদি এই বয়সকে তার মৃত্যুর সময়ের বয়স থেকে বাদ দেয়া হয় তাহলে ২৫ বৎসর বাকি থাকে। অর্থাৎ মা খাদিজা তার বিয়ের সময় নবী করিমের(সা.) সমবয়সি ও ২৫ বৎসরের ছিলেন; আর মশহুর ওলাবৃন্দের মধ্য থেকে বাইহাকি, ইবনে কাসির, ইবনে হিশাম ও হালাবি প্রমূখও এই দৃষ্টিভঙ্গির পক্ষে মতামত পেশ করেছেন।
নতুন কমেন্ট যুক্ত করুন