বাড়তি চর্বিকে পেশিতে পরিণত করার ওষুধ আবিস্কার!

বাড়তি চর্বিকে পেশিতে পরিণত করার ওষুধ আবিস্কার!
বিজ্ঞানীরা মানব দেহের বাড়তি চর্বিকে পেশিতে রূপান্তরের পথ খুঁজে পেয়েছেন। ওবেসিটি বা স্থূলতা নিয়ন্ত্রণের জন্য নতুন ওষুধ নিয়ে গবেষণা চালানোর সময় চর্বিকে পেশিতে রূপান্তরের পথ খুঁজে পান তারা।
মানবদেহে বাড়তি যেসব সাদা চর্বি জমা হয় তাকে দেহের জন্য 'খারাপ' হিসেবে গণ্য করা হয়। কারণ এ চর্বিই স্থূলতার জন্য দায়ী। আবিস্কৃত নতুন ওষুধ এসব 'খারাপ' চর্বিকে পেশি তৈরিকারী বাদামি চর্বিতে রূপান্তরিত করে। বাদামী চর্বিকে দেহের জন্য 'ভাল' চর্বি হিসেবে গণ্য করা হয়।
দেহের বাদামি চর্বি কোষগুলো ক্যালরি জমা করার কাজে সহায়তা না করে বরং দেহের ক্যালরি পোড়াতে সহায়তা করে। মানবদেহের বাদামি চর্বিকে সক্রিয় করা গেলে বেশি মাত্রায় খাওয়া-দাওয়া করলেও আর ওজন বাড়বে না। লন্ডনের অধ্যাপক স্টিফেন ব্লুমের বরাত দিয়ে এ কথা জানিয়েছে ডেইলি স্টার। তিনি আরো বলেন, এ কারণে দেহে অধিক মাত্রায় ঘাম উতপাদন হবে, গরম লাগবে এবং মানুষ মোটা হওয়ার বদলে শুকনা থাকবে।
আমেরিকার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডোমেনিকো অ্যাসিলি বলেন, মহামারী আকারে স্থূলতা দেখা দিচ্ছে। কাজেই চিকিৎসা র জন্য নতুন এ পদ্ধতি অত্যন্ত আকর্ষণীয়।
কিন্তু এ চিকিৎসা র পদ্ধতি পুরোপুরি দোষমুক্ত নয় বরং এ পদ্ধতি প্রয়োগে দেহে কিছু অনাকাঙ্ক্ষিত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। এসব পার্শ্বপ্রতিক্রিয়ার অন্যতম হলো হট ফ্ল্যাশ বা কান-গলা প্রভৃতি গরম হয়ে ওঠা, হাড়-ক্ষয় প্রভৃতি। এখন বিজ্ঞানীরা এসব পার্শ্বপ্রতিক্রিয়া ঠেকানোর বিষয়ে গবেষণা শুরু করেছেন।
সূত্রঃ ইন্টারনেট

নতুন কমেন্ট যুক্ত করুন