মানবদেহে বাইপাস সার্জারি: নতুন আশা সৃষ্টি করেছে উট পাখির রক্তনালী
মানবদেহে বাইপাস সার্জারি: নতুন আশা সৃষ্টি করেছে উট পাখির রক্তনালী
জাপানের চিকিতসা বিজ্ঞানীরা উট পাখির রক্তনালী দিয়ে শুকরের দেহে কার্যকর বাইপাস সার্জারি করতে পেরেছেন। একই পদ্ধতিতে হৃদরোগে আক্রান্ত ব্যক্তির দেহে সহজেই রক্তনালী প্রতিস্থাপন করা যাবে বলে মনে করছেন চিকিতসা বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন উট পাখির লম্বা গলা থেকে রক্তনালী সংগ্রহ করে তা দিয়ে অনায়াসে ৩০ সেন্টিমিটার (১২ ইঞ্চি) দীর্ঘ এবং ২ মিলিমিটার (০ . ০৮ ইঞ্চি) ব্যাসার্ধের রক্ত চলাচল উপযোগী কৃত্রিম পথ তৈরি করা যায়।
বর্তমানে মৃত মানুষের দান করা দেহ, মৃত প্রাণী বা কৃত্রিম উপাদান দিয়ে তৈরি রক্ত চলাচলের কৃত্রিম পথ তৈরির পদ্ধতি প্রচলিত আছে। তবে চলাচলের এ সব কৃত্রিম পথে যেন রক্ত জমাট না বাঁধে সে জন্য এ পথকে উপরের তুলনায় দ্বিগুণ বড় করতে হয়।
প্রধান গবেষক তেতসুজি ইয়ামাওকা এ সম্পর্কে বলেন,উট পাখির মাথায় যে সব রক্তনালী রক্ত বয়ে নিয়ে যায় তা প্রক্রিয়াকৃত এবং তাতে ন্যানো পর্যায়ের রক্ত জমাট রোধক উপাদান বসানো আছে।
কৃত্রিম রক্তনালী ব্যবহার করে ইঁদুরের মতো ছোট ছোট প্রাণীর দেহে বাইপাস সার্জারি করতে পেরেছেন চিকিতসা বিজ্ঞানীরা। কিন্তু মানব দেহে বাইপাস সার্জারি করার জন্য রক্তবাহী নালীকে সরু ও লম্বা হতে হয়। হৃদপিণ্ডে বাইপাস সার্জারির জন্য ১০ এবং পায়ের জন্য ২০ সেন্টিমিটার রক্তনালী দরকার।
উটের রক্তনালী ব্যবহার করে যে বাইপাস সার্জারি করা হয়েছে তার মধ্য দিয়ে রক্ত চলাচল বজায় রাখার জন্য জমাট রোধক কোনো উপাদান ব্যবহারের প্রয়োজন হয়নি। প্রয়োজন অনুযায়ী এ সব রক্তনালী কেটে ছোটও করা যাবে। তাই মানুষের দেহে বসানোর জন্য মৃতদেহ বা মৃত প্রাণী থেকে এ জাতীয় নালী সংগ্রহের প্রয়োজন হয়ত আর পড়বে না।
আগামী তিন বছরের মধ্যে উট পাখির রক্তনালী মানব দেহে ব্যবহার সংক্রান্ত ক্লিনিক্যাল পরীক্ষা করা যাবে বলে জাপানি গবেষক দলটি মনে করছে।
সূত্রঃ ইন্টারনেট
নতুন কমেন্ট যুক্ত করুন