পরিবেশের ওপর মানুষের বিরূপ প্রভাব: আকারে ছোট হচ্ছে মতস্যকুল
পরিবেশের ওপর মানুষের বিরূপ প্রভাব: আকারে ছোট হচ্ছে মতস্যকুল
পরিবেশের ওপর মানুষের বিরূপ প্রভাবের ভোগান্তি পোহাতে হচ্ছে বেচারা মতস্যকুলকে অর্থাত মাছের আকার ছোট হতে শুরু করেছে এবং একই সঙ্গে শিকারির হুমকিও বাড়ছে তাদের ক্ষেত্রে। সব মিলিয়ে ফলটি দাঁড়াচ্ছে এই যে, অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব খাদ্যের এই উতসটিও আগে যা ভাবা হয়েছে তার চেয়ে অনেক বেশি হুমকির মুখ পড়ছে।
এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিজ্ঞানীরা। ব্রিটেনের বায়োলজি লেটার নামের রয়্যাল সোসাইটির জার্নালে তাদের এ গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে।
এর আগের গবেষণায় দেখা গেছে, কোনো কোনো গুরুত্বপূর্ণ মতস্য প্রজাতির বড় বড় মাছগুলোকে বেছে বেছে ধরা এবং খাদ্যচক্রের ওপর পরিবেশ পরিবর্তনের প্রভাবের কারণে তাদের আকৃতি ছোট হতে শুরু করেছে।
অবশ্য এভাবে আকারে ছোট হতে থাকলে ব্যাপকভাবে তার প্রভাব কতটা পড়বে সে বিষয়ে এর আগে খতিয়ে দেখা হয়নি। এ বিষয়টি খতিয়ে দেখার জন্য অস্ট্রেলিয়া ও ফিনল্যান্ডের গবেষক দল সহায়তা নেয় কম্পিউটারের।
গুরুত্বপূর্ণ পাঁচটি মতস্য প্রজাতির গড় আকার ছোট হয়ে আসতে থাকলে আগামী ৫০ বছরে তার কি প্রভাব পড়বে তা খতিয়ে দেখেন তারা।
এভাবে মাছ ধরার ক্ষেত্রে তার বড় ধরনের প্রভাব পড়ছে বলে দেখতে পান এ গবেষক দল। তারা দেখতে পান, চার থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ মাছের মোট জৈব ভরের পরিমাণ হ্রাস পাচ্ছে ৩৫ শতাংশ। একই সঙ্গে মাছ ধরার পরিমাণও একই পরিমাণ হ্রাস পাচ্ছে বলে তারা দেখতে পান।
গবেষক দলটি লিখেছেন, মাছের দেহ আকৃতি সামান্য পরিমাণ হ্রাস পেলেও তাদের প্রাকৃতিক মৃত্যুর ক্ষেত্রে তার ব্যাপক প্রভাব পড়ে।
তারা আরো লিখেছেন, বিশ্বজুড়ে সাগরের পরিবেশ মানুষ বদলে দিচ্ছে । এ পরিবর্তন ঘটছে দু'ভাবে। মাছ ধরার মাধ্যমে সরাসরি পরিবর্তন ঘটছে এবং বিশ্ব উষ্ণ হওয়ার মাধ্যমেও সাধিত হচ্ছে পরিবর্তন।
সূত্রঃ ইন্টারনেট
নতুন কমেন্ট যুক্ত করুন