ভাইরাস দিয়ে ডিম্বাশয় ও স্তন ক্যান্সার ঠেকানোর পথ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

ভাইরাস দিয়ে ডিম্বাশয় ও স্তন ক্যান্সার ঠেকানোর পথ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

একটি আণুবীক্ষণিক ক্যান্সার কোষ
কাঁটা দিয়ে কাঁটা তোলার কথা আমরা সবাই জানি। কিন্তু এবার চিকিতসা বিজ্ঞানীরা ভাইরাস দিয়ে ক্যান্সার ঠেকানোর পথ খুঁজে পেয়েছেন। এ কাজটি করতে গিয়ে তাদেরকে জেনেটিক প্রযুক্তির মাধ্যমে ভাইরাসের গঠনে রদবদল করতে হয়েছে। এভাবে হার্পেস ভাইরাসের গঠন বদলে দেয়ার পর তা দিয়ে স্তন ও ডিম্বাশয়ের ক্যান্সারের বিস্তার ঠেকাতে পেরেছেন বিজ্ঞানীরা।

গবেষকরা দেখতে পেয়েছেন, অতি মাত্রায় সক্রিয় এইইআর-২ জিন আছে এমন আগ্রাসী টিউমারের ওপর মারাত্মক হামলা করে হার্পেস সিমপ্লেক্স ভাইরাস বা এইচভিএইচ। মানবদেহের স্তন ও ডিম্বাশয়ে যে সব টিউমার হয় তাই উতপাদন করা হয় ইঁদুরের দেহে। তারপর রূপান্তরিত ভাইরাস ইনজেকশনের মাধ্যমে ঢুকিয়ে দেয়া হয় এ সব ইঁদুরের দেহে। চিকিতসা বিজ্ঞানীরা দেখতে পেলেন, ক্যান্সারের কোষরাজির বিস্তার কঠোরভাবে আটকে দিচ্ছে এ সব ভাইরাস।

এ গবেষণা চালিয়েছেন ইতালির একদল গবেষক। তারা মনে করছেন,এ পদ্ধতির মাধ্যমে ক্যান্সার চিকিতসার ফলপ্রসূ নতুন ওষুধ তৈরি করা যাবে। এ পদ্ধতিতে ক্যান্সার চিকিতসায় যে সব ভাইরাস ব্যবহার করা হবে জেনেটিক প্রযুক্তির মাধ্যমে তাদের প্রকৃতি বদলে দেয়া হবে; যার ফলে তারা আর মানুষের ক্ষতি করতে পারবে না।

এ গবেষণা ফলাফল প্রকাশিত হয়েছে পাবলিক লাইব্রেরি অব সায়েন্স প্যাথজেন নামের গবেষণা সাময়িকীতে।
সূত্রঃ ইন্টারনেট

নতুন কমেন্ট যুক্ত করুন