রেনেসাঁর কবি ইকবাল -৮

রেনেসাঁর কবি ইকবাল -৮


পাঠক ! কবি ইকবালের জীবন ও কর্ম ভিত্তিক সাপ্তাহিক আয়োজন রেনেসাঁর কবি ইকবালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। গত আসরে আমরা ইকবালের জীবনী এবং তাঁর কবিতার ওপর ইরানের বিখ্যাত কবিদের ও দ্বীনী ব্যক্তিত্বদের প্রভাব নিয়ে কথা বলেছিলাম। আজকের আসরে আমরা ইকবালের কবিতায় মানুষ,প্রেম এবং বুদ্ধিবৃত্তি নিয়ে কথা বলার চেষ্টা করবো।
মানুষ,জ্ঞান ও প্রজ্ঞা এমন এক বস্তু যা বিশ্বের বড়ো বড়ো কবি সাহিত্যিকদের দৃষ্টি আকৃষ্ট করেছে। বড়ো লেখকদের মাঝে এমন খুব কমই পাওয়া যাবে যাঁরা এই তিনটি বিষয় নিয়ে ভাবেন নি,কিংবা কথা বলেন নি। ইকবাল মানুষের পূর্ণতার জন্যে এবং আল্লাহকে চেনার জন্যে প্রেম ও প্রজ্ঞাকে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বলে মনে করেন। প্রেম হলো সৃশনশীলতা,সৃষ্টির প্রেরণা। প্রজ্ঞার বিপরীতে তার অবস্থান। প্রেমের রয়েছে পরিবর্তনের শক্তি এবং প্রেম মানুষের ভেতর বিচিত্র গুণাবলীর সৃষ্টি করতে পারে। প্রেম আরো পারে মানুষের বস্তুবাদী গুণগুলোকে পরিহার করে মানুষকে আধ্যাত্মিকতার পথে ধাবিত করতে।
ফার্সি ভাষা ও সাহিত্যের প্রফেসর ডক্টর মোহাম্মাদ মাহদি রুকনি বলেছেন,ইকবাল কাব্যে প্রেম হলো তাঁর দর্শনের স্থিতিশীলতার মূল উৎস। ইকবাল তাঁর কাব্যে পাঠককে বারবার প্রেমের রাজ্যে আমন্ত্রণ জানিয়েছেন। কেননা প্রেম আভ্যন্তরীণ সৃষ্টিশীলতা বৃদ্ধি করে যার ফলে বড়ো ধরনের কাজ করা সম্ভব হয়। ইকবাল মনে করতেন প্রেম হলো বিপর্যস্ত জীবনে মানব মুক্তির সোপান। তিনি স্মরণ করে দিয়েছেন যে, প্রেম আর মানুষ আদিকাল থেকেই ছিল নিত্যসঙ্গী ও সদাসহচর। প্রেমকে উদ্দেশ্য করে তিনি বলেন মানুষকে যেন বোঝা থেকে নিষ্কৃতি দেয় এবং এই পৃথিবীর তাবৎ আবর্জনা থেকে যেন মানুষকে মুক্তি দেয়। তিনি লিখেছেন-
بيا اين خاكدان را گلستان ساز
جهان پير را ديگر جوان ساز
بيا يك ذره از درد دلم گير
ته گردون بهشت جاودان ساز
ز روز آفرينش همدم استيم
همان يك نغمه را زير و بم استيم
এসো এই আবর্জনার স্তুপকে ফুল বাগান বানিয়ে দাও
বৃদ্ধ এই পৃথিবীকে আবার যৌবনদীপ্ত যুবক বানিয়ে দাও
এসো আমার হৃদয়ের ব্যথাগুলোর খানিকটা নিয়ে যাও
এ অন্তরে বেহেশ্তের চিরন্তন প্রশান্তির ধারা বইয়ে দাও
সৃষ্টির শুরু থেকেই তোমার সাথে আছি নিঃশ্বাসে-প্রশ্বাসে
আছি সুরের উদারা থেকে তারায় একাকার মিলেমিশে।
ইকবালের কবিতায় প্রেম আল্লাহর এক বিশেষ অনুগ্রহ হিসেবে এবং ইতিবাচক ও গঠনমূলক একটি উপাদান হিসেবে এসেছে। প্রেমকে ইকবাল এমন এক শক্তি বলে মনে করেন, যেই শক্তির বলে মানুষের ভেতরকার সৃজনী শক্তি ও মেধার শক্তি জেগে ওঠে। আর শক্তির প্রেরণায় মানুষ তার মাশুকের কাছে বা প্রেমাস্পদের দিকে ছুটতে থাকে। কবি ইকবালের ভাষায়-
هست معشوقي نهان اندر دلت
چشم اگر داري بيا بنمايمت
عاشقان او ز خوبان خوبتر
خوشتر و زيباتر و محبوبتر
دل از عشق او توانا مي شود
خاك همدوش ثريا مي شود
তোমার অন্তরে লুকিয়ে আছে এক প্রেমাস্পদ
যদি চোখ থেকে থাকে আসো তোমাকে দেখাই
তার প্রেমিক ভালোর চেয়েও ভালো
প্রফুল্লময়,চমৎকার এবং প্রিয়তরো
তার প্রেমে এই অন্তর হয়ে ওঠে সামর্থবান
মাটিও হয়ে ওঠে সপ্তর্ষিমণ্ডলের মতো উজ্জ্বল
ইকবালের মতে মানুষের উচিত তার ভেতরের কল্পিত মূর্তিকে ভেঙ্গে ফেলা এবং প্রেমের অনস্বীকার্য শক্তিমত্তা দিয়ে নিজেকে মূল লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। ইকবালের মতে তা করা হলে আল্লাহর অনুগ্রহ তার ওপর এমনভাবে বর্ষিত হবে যে মানুষ যমিনের পর আল্লাহর খলিফা হবার যোগ্য হয়ে উঠবে।
সর্বোপরি বলা যায় যে কবি ইকবালের কবিতায় সবসময়ই প্রেম একটি প্রশংসনীয় বিষয়।বস্তুবাদী চিন্তার বেড়াজালে যারা আটকে পড়ে গেছে,তাদের জন্যে প্রেমই হচ্ছে যথার্থ আশ্রয়স্থল। তিনি মনে করেন, প্রেমের পথেই একটি মানুষ দায়িত্ববান ও ব্যক্তিত্ববান হয়ে উঠতে পারে। কেননা প্রেম হচ্ছে বস্তুতান্ত্রিক উপাদান থেকে ভিন্ন এমন এক রত্ন যার তীক্ষ্ণধার তরবারীর সাহায্যে কঠিন পাথরকে চূর্ণ-বিচূর্ণ করে ফেলা যায়।
ইকবালের প্রেম ভাবনা কেবল প্লেটোনিক নয়। তাঁর দৃষ্টিতে প্রেম হচ্ছে মানুষের স্বাধীনতা এবং মানবমুক্তি। তিনি যেখানেই প্রেম নিয়ে কথা বলেছেন সেখানেই তাঁর লক্ষ্য ছিল উন্নতি ও অগ্রগতি। ইকবালের কাব্যভূবনের সর্বত্রই প্রেম স্বতন্ত্র মহিমায় ভাস্বর।
عشق به دشوار ورزيدن خوش است
چون خليل از شعله گل چيدن خوش است
কঠোরতায় প্রেম এনে দেয় নির্জলা প্রশান্তি
যেমন খলিল অগ্নিকুণ্ডে বসে ফুল তুলে খুশি
সূত্রঃ ইরান বাংলা রেডিও

নতুন কমেন্ট যুক্ত করুন