রোযা সংক্রান্ত মাসআলা

রোযা সংক্রান্ত মাসআলা
প্রশ্ন: রোজাদার ব্যক্তির স্যালাইন গ্রহণ ও ইঞ্জেকশন নেয়ার হুকুম কি?
উত্তর: সতর্কতামূলক ওয়াজিব হচ্ছে যে, রোজা রাখা অবস্থায় শক্তিদায়ক বা শরীরে খাদ্য সরবরাহকারী ইঞ্জেকশন অথবা যে সকল ইঞ্জেকশন শিরায় দেয়া হয় সেগুলো পরিহার করা এবং সকল প্রকার স্যালাইন নেয়া হতে বিরত থাকা। কিন্তু অবশ করার জন্য ব্যবহৃত ইঞ্জেকশন ব্যবহার ও ক্ষতের উপর মলম অথবা অন্য কোন ঔষধ ব্যবহারের ক্ষেত্রে কোন সমস্যা নেই।
 
প্রশ্ন: রোজাদার ব্যক্তির আতর ব্যবহারের হুকুম কি?
উত্তর: রোজাদার ব্যক্তির জন্য আতর ব্যবহার করা মুস্তাহাব। কিন্তু সুগন্ধী উদ্ভিদের ঘ্রান নেয়া মাকরুহ।
সূত্রঃ ইন্টারনেট

নতুন কমেন্ট যুক্ত করুন