হযরত ফাতেমা যাহরা (সা.) বেহেস্তের নারীদের নেত্রি
হযরত ফাতেমা যাহরা (সা.) বেহেস্তের নারীদের নেত্রি
উম্মুল মোমেনিন আয়েশা, হযরত ফাতেমাকে (সা.) বললেন: নবী করিম (সা.) হতে আমি যা শুনেছি তোমাকে কি খুশি করবে না ? নবী করিম (সা.) বলতেন: "বেহেস্তের মহিলাদের সর্বশ্রেষ্ঠ হচ্ছেন চারজন: ১। মারিয়াম বিনতে এমরান; ২। ফাতেমা বিনতে মোহাম্মদ (সা.); ৩। খাদিজা বিনতে খুওয়াইলদ; ৪। আসিয়া বিনতে মোযাহেম ও ফেরাউনের স্ত্রী"।
প্রত্যেক যুগে ও শতাব্দীতে মুসলমানদের নিকট হযরত ফাতেমা যাহরা (সা.) হচ্ছেন বিশ্বের একজন সর্বোত্তম ও মহীয়সী মহিলা। এ আকিদা বিশ্বাস হযরত নবী করিমের (সা.) বিভিন্ন হাদিসের বিষয় থেকে গৃহীত। এ সকল হাদীস শব্দগত দিক দিয়ে আলাদা হলেও কিন্তু বিষয়গত দিক দিয়ে সব একই। এ হাদীসগুলোর একটিতে (যা মুসলমানদের শিয়া ও সুন্নি উভয় ফেরকারা ঐক্যমত্য পোষণ করেন) রাসুল (সা.) বর্ণনা করেন: "ফাতেমা বিশ্ব নারী জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ"।
হযরত ফাতেমা যাহরার (সা.) কিছু ফযিলত
ফাতেমা (সা.) নবীর (সা.) উম্মতের সর্বশ্রেষ্ঠ মহিলা
« عن عائشة، قالت أقبلت فاطمة عليها السلام تمشى، لا و اللَّه الذى لا اله إلا هو ما مشيها يخرم من مشية رسول اللَّه صلى اللَّه عليه و آله و سلم، فلما رآها، قال: مرحبا بإبنتى مرتين، قالت فاطمة عليها السلام: فقال لى: أما ترضين أن تأتى يوم القيامة سيدة نساء المؤمنين، أو نساء هذه الأمية. »
উম্মুল মোমেনিন আয়েশা বললেন: "হযরত ফাতেমা (সা.) এলেন, তিনি হাটছিলেন, সেই খোদার কসম যিনি ছাড়া অন্য কোন খোদা নেই, তাঁর পথ চলার ধরণের সাথে রাসুল (সা.) এর পথ চলার কোন পার্থক্য নেই। যখন আল্লাহর রাসুল (সা.) তাঁকে দেখলেন বললেন: আমার কন্যাকে দু'বার সাবাস। ফাতেমা (সা.) বললেন: আমার বাবা আমাকে বললেন: তুমি কি রাজি হবে না যে, কেয়ামতের দিন তুমি মোমিন মহিলাদের সর্বশ্রেষ্ঠ অথবা এ উম্মতের মহিলাদের সর্বশ্রেষ্ঠ হবে" ? (আল বিহার, আল্লামা মাজলেসি (রাঃ), ৪৩' তম খণ্ড, পৃষ্ঠা: ০২)।
ফাতেমা (সা.) বেহেস্তের মহীয়সী মহিলাদের একজন
« قالت عائشة لفاطمة: ألا يسرك أنى سمعت رسول اللَّه صلى اللَّه عليه و آله و سلم يقول: سيدات نساء أهل الجنة أربع: مريم بنت عمران، و فاطمة بنت محمد، و خديجة بنت خويلد و آسية بنت مزاحم، إمرأة فرعون. »
উম্মুল মোমেনিন আয়েশা, হযরত ফাতেমাকে (সা.) বললেন: নবী করিম (সা.) হতে আমি যা শুনেছি তোমাকে কি খুশি করবে না ? নবী করিম (সা.) বলতেন: "বেহেস্তের মহিলাদের সর্বশ্রেষ্ঠ হচ্ছেন চারজন: ১। মারিয়াম বিনতে এমরান; ২। ফাতেমা বিনতে মোহাম্মদ (সা.); ৩। খাদিজা বিনতে খুওয়াইলদ; ৪। আসিয়া বিনতে মোযাহেম ও ফেরাউনের স্ত্রী"। (ফুসুলুল মোহেম্মা, ইবনে সাব্বাগ আল মালেকি (মৃত্যু: ৮৫৫ হি:), পৃষ্ঠা: ১৪৫)।
ফাতেমার (সা.) সত্যবাদিতা
« قالت عائشة: ما رأيت أحدا قط أصدق من فاطمة غير أبيها، و كان بينهما شىء، فقالت: يا رسول اللَّه سلها فإنها لا تكذب. »
"আয়েশা বললেন: আমি কখনই ফাতেমার (সা.) তুলনায় তার বাবা ছাড়া অন্য কাউকে তার চেয়ে বেশি সত্যবাদী দেখিনি"। তাদের দু'জন (ফাতেমা (সা.) ও আয়েশা) এর মধ্যে কিছু ঘটেছিল। অতঃপর, আয়েশা বললেন: হে আল্লাহর রাসুল (সা.) ! তার কাছে জিজ্ঞেস করুন, নিশ্চিত সে মিথ্যা কথা বলে না। (মোসনাদে আবু ইয়া'লি আল মুসেলি (মৃত্যু: ৩০৭ হি:), ৮' ম খণ্ড, পৃষ্ঠা: ১৫৩)।
ফাতেমা (সা.) আল্লাহর রাসুলের (সা.) শরীরের অংশ
« و عن عائشة رضىاللَّهعنها رفعته إلى رسول اللَّه صلى اللَّه عليه و آله و سلم (قال):
فاطمة بضعة منى فمن آذاها فقد آذانى. »
হযরত রাসুলুল্লাহ (সা.) হতে আয়েশা বর্ণনা করেন: "ফাতেমা আমার শরীরের অঙ্গ বিশেষ, যে তাকে কষ্ট দেবে নিঃসন্দেহে সে আমাকে কষ্ট দিয়েছে"। (য়ুনাবিউল মুয়াদ্দাহ, আল হাফেয সোলায়মান বিন ইব্রাহীম আল কুনদুযি আল হানাফি, (মৃত্যু: ১২৯৪ হি:), পৃষ্ঠা: ২৬০)।
ফাতেমা (সা.) হাদীস বর্ণনাকারী
« حضرت صادق علیه السلام مى فرماید: «فاطِمَةُ بِنْتُ رَسُولِ اللّهِ کانَتْ مُحَدَّثَةً وَ لَمْ تَکُنْ نَبِیَّةً اِنَّما سُمِّیَتْ فاطِمَةُ مُحَدَّثَةً لاَِنَّ الْمَلائکَةَ کانَتْ تَهْبِطُ مِنَ السَّماءِ فَتُنادِیها کَما تُنادى مَرْیَمَ بِنْتَ عِمْرانَ...؛ »
হযরত ইমাম সাদেক (আ.) বর্ণনা করেন: "রাসুলুল্লাহর (সা.) মেয়ে ফাতেমা (সা.) একজন হাদীস বর্ণনাকারী ছিলেন; আর কখনই নবী ছিলেন না। ফাতেমা (সা.) কে এ জন্য মুহাদ্দেসা (হাদীস বর্ণনাকারী) বলা হয়ে থাকে, কারণ তাঁর জন্য আসমান হতে ফেরেশতারা অবতরণ করতেন এবং মারিয়াম বিনতে এমরানের মত তাঁর সাথেও কথা বলতেন"।
ফাতেমার (সা.) নিষ্পাপ হওয়া সম্পর্কে দুই ফেরকা (শিয়া ও সুন্নি)'র রেওয়ায়েত
« عن ابىجعفر (سلام الله عليه) فى قول الله (عز و جل) «انما يريد الله ليذهب عنكم الرجس اهل البيت و يطهركم تطهيرا»، قال: نزلت هذه الآيه فى رسولالله و على بن ابى طالب و فاطمه و حسن و حسين (ع) و ذلك فى بيت امسلمه زوج النبى فدعا رسول الله (ص) عليا و فاطمه و الحسن و الحسين (صلوات الله عليهم) ثم ألبسهم كساء له خيبريا و دخل معهم فيه، ثم قال: اللهم هولاء اهل بيتى وعدتنى فيهم ما وعدتنى، اللهم اذهب عنهم الرجس و طهرهم تطهيرا، فقالت و أنا معهم يا رسول الله قال: أبشرى يا ام سلمه فانك الى خير. »
ইমাম (বাকের) আবি জাফার (আ.) হতে আল্লাহর কালাম («انما يريد الله ليذهب عنكم الرجس اهل البيت و يطهركم تطهيرا» ) সম্পর্কে বর্ণনা করা হয়েছে: তিনি বলেন: এ আয়াতটি (আয়াতে তাতহির) আল্লাহর রাসুল (সা.), আলী (আ.), ফাতেমা (সা.), হাসান ও হোসাইন (আ.) সম্পর্কে নবী পত্নী উম্মে সালমার ঘরে অবতীর্ণ হয়েছে। অতঃপর যখন এ আয়াতটি নাযিল হয় হযরত রাসুলুল্লাহ (সা.) আলী, ফাতেমা. হাসান ও হোসাইন (আ.) কে ডেকে তাঁর খায়বারি এক চাদরের নিচে ঢেকে দেন এবং তিনি নিজেও চাদরের নিচে ঢুকে পরলেন। অতঃপর বললেন: হে আল্লাহ ! এরা হচ্ছে আমার আহলে বায়েত তাদের জন্য তুমি যা অঙ্গীকার করেছ, হে খোদা ! অপবিত্রতাকে এদের হতে দুর করে দাও আর তাদেরকে পাক পবিত্র করে দাও। উম্মে সালমা বললেন: হে আল্লাহর রাসুল (সা.) আমিও কি তাদের সাথে হয়ে যাবো রাসুল (সা.) বললেন: হে উম্মে সালমা ! আমি তোমাকে খায়র ও উত্তম পথের সুসংবাদ দিচ্ছি। (তাফসিরে নুরুস সাকালাইন, ৪' র্থ খণ্ড, পৃষ্ঠা: ২৭০)।
সূত্রঃ ইন্টারনেট
নতুন কমেন্ট যুক্ত করুন