মহাকাশকে সামরিকীকরণ করছে চীন: হুমকিতে আমেরিকা
চীন বিশেষজ্ঞ রিচার্ড ফিশার বলেন, কক্ষপথ জুড়ে জালের মতো ছড়িয়ে আছে মার্কিন গোয়েন্দা, যোগাযোগ এবং নেভিগেশন উপগ্রহ। চীন যে অস্ত্র তৈরি করছে তার লক্ষ্য হবে এসব উপগ্রহ। এসব অস্ত্র দিয়ে সুনির্দিষ্ট লক্ষবস্তুতে নজিরবিহীনভাবে হামলা করা সম্ভব হবে বলেও দাবি করেন ফিশ
মহাকাশকে সামরিকীকরণ করছে চীন: হুমকিতে আমেরিকা
চীন বিশেষজ্ঞ রিচার্ড ফিশার বলেন, কক্ষপথ জুড়ে জালের মতো ছড়িয়ে আছে মার্কিন গোয়েন্দা, যোগাযোগ এবং নেভিগেশন উপগ্রহ। চীন যে অস্ত্র তৈরি করছে তার লক্ষ্য হবে এসব উপগ্রহ। এসব অস্ত্র দিয়ে সুনির্দিষ্ট লক্ষবস্তুতে নজিরবিহীনভাবে হামলা করা সম্ভব হবে বলেও দাবি করেন ফিশার।
ফিশার দাবি করেন, মহাকাশকে সামরিকীকরণ করছে চীন। তবে, মার্কিন গোয়েন্দা এবং যোগাযোগ উপগ্রহগুলো কী করছে সে কথা বলেন নি তিনি।
চীনা মহাকাশ অস্ত্র কর্মসূচি আমেরিকার জন্য হুমকি হয়ে উঠেছে বলে দাবি করেন ফিশার। পাশাপাশি আমেরিকাকে এর জবাবে পাল্টা ব্যবস্থা নেয়ার আহ্বানও জানান তিনি।
নতুন কমেন্ট যুক্ত করুন