দায়েশীরা বেশিরভাগই সৌদি নাগরিক

ইরাকের গোয়েন্দা সূত্র এ তথ্য দিয়েছে যে, ইরাকে ব্যাপক হারে সৌদি সন্ত্রাসীরা রয়েছে। বর্তমানে দেশটিতে যেসব দায়েশ সদস্য রয়েছে তারা হলো ইরাকি এবং সৌদি আরবের নাগরিক।

দায়েশীরা বেশিরভাগই সৌদি নাগরিক

ইরাকের গোয়েন্দা সূত্র এ তথ্য দিয়েছে যে, ইরাকে ব্যাপক হারে সৌদি সন্ত্রাসীরা রয়েছে। বর্তমানে দেশটিতে যেসব দায়েশ সদস্য রয়েছে তারা হলো ইরাকি এবং সৌদি আরবের নাগরিক।

তিনি আরো বলেন, ইরাকের দায়েশ সন্ত্রাসীদের ৩০ শতাংশই সৌদি নাগরিক। গত তিন বছর ধরে সৌদি সন্ত্রাসীরা তুরস্ক সীমান্ত বা সিরিয়ার সীমান্ত শহর আবু কামাল দিয়ে ইরাকে ঢুকেছে বলেও জানান তিনি।

আত্মঘাতী বোমা হামলাকারীদের বিরাট অংশ সৌদি নাগরিক বলেও উল্লেখ করেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক এ কর্মকর্তা বলেন,  সৌদি উগ্র ধর্মীয় নেতাদের মতাদর্শের কারণে তাদের উগ্রবাদী হিসেবে গড়ে তোলার প্রাথমিক পর্ব শেষ হয়েছে।

সৌদি আরবে উগ্র ওয়াহাবি মতবাদ প্রাধান্য বিস্তার করে আছে। সরকার সমর্থিত ধর্মীয় নেতারা অবাধে এ মতবাদের প্রচারণা চালায়। এতে বিশ্বব্যাপী সন্ত্রাসীরা উৎসাহিত হয়। দায়েশসহ অন্য তাকফিরি সন্ত্রাসীরা এ মতবাদের ভিত্তিতেই তৎপরতা চালায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকের আরেকটি গোয়েন্দা সূত্র বলেছে, ওয়াহাবি মতবাদের ভিত্তিতে দায়েশসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী সৃষ্টি হয়েছে।

নতুন কমেন্ট যুক্ত করুন