দায়েশীদের যেখানে পাওয়া যাবে হত্যা করা হবে: এবাদি

ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহর থেকে তাকফিরি দায়েশকে নির্মূল করার লক্ষ্যে দেশটির সেনাবাহিনী যখন সাঁড়াশি অভিযান শুরু করেছে তখন ইরাকের উত্তরাঞ্চলীয় স্বায়ত্বশাসিত কুর্দিস্তান এলাকায় অনুষ্ঠিত এক সম্মেলনে দেয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী এবাদি বলেন, "আমি রাষ্ট্রগুলোর

দায়েশীদের যেখানে পাওয়া যাবে হত্যা করা হবে: এবাদি

ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহর থেকে তাকফিরি দায়েশকে নির্মূল করার লক্ষ্যে দেশটির সেনাবাহিনী যখন সাঁড়াশি অভিযান শুরু করেছে তখন ইরাকের উত্তরাঞ্চলীয় স্বায়ত্বশাসিত কুর্দিস্তান এলাকায় অনুষ্ঠিত এক সম্মেলনে দেয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী এবাদি বলেন, "আমি রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বকে সম্মান করি। সিরিয়ায় দায়েশের অবস্থানে হামলা চালানোর জন্য আমরা দেশটির সরকারের কাছ থেকে অনুমোদন পেয়েছি।" সিরিয়ায় দায়েশের অবস্থানে ইরাকি জঙ্গিবিমান হামলা চালানোর কথা গত ২৪ ফেব্রুয়ারি এবাদি এক বিবৃতিতে জানিয়েছিলেন।

সিরিয়া এবং প্রতিবেশী দেশগুলোতে তৎপর তাকফিরি দায়েশের অবস্থানে তার দেশের সরকারি বাহিনী বিমান হামলা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি। তবে এর জন্য বাগদাদকে সংশ্লিষ্ট দেশের পক্ষ থেকে অনুমোদন দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

সেই বিবৃতিতে তিনি বলেছিলেন, “যেসব শত্রু আমাদের সন্তান ও নাগরিকদের হত্যা করছে তাদের যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সে কারণে আমরা আমাদের বিমান বাহিনীকে সিরিয়ার হোসাইবা এবং আলবু কামাল এলাকায় দায়েশ অবস্থানে হামলার নির্দেশ দিয়েছি।”

দায়েশের যেসব অবস্থানে হামলা চালানো হয়েছে সেগুলো রাজধানী বাগদাদের সাম্প্রতিক বোমা হামলার সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছিলেন হায়দার আল-এবাদি। তিনি আরো বলেছিলেন, আকাশের সাহসী বীরেরা অভিযান চালিয়েছে এবং চমৎকার সফলতার সঙ্গে সন্ত্রাসীদেরকে জবাব দিয়েছে।

নতুন কমেন্ট যুক্ত করুন