বহুমুখী নতুন হেলিকপ্টার উন্মোচন করল ইরান

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকানের উপস্থিতিতে সাবা-২৪৮ হেলিকপ্টার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। ইরান'স হেলিকপ্টার রেনোভেশন এ্যান্ড লজিস্টিকস কোম্পানী বা (পিএএনএইচএ)'র সহযোগিতায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হেলিকপ্টারের নকশা এব

বহুমুখী নতুন হেলিকপ্টার উন্মোচন করল ইরান

আজ (মঙ্গলবার) ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকানের উপস্থিতিতে সাবা-২৪৮ হেলিকপ্টার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। ইরান'স হেলিকপ্টার রেনোভেশন এ্যান্ড লজিস্টিকস কোম্পানী বা (পিএএনএইচএ)'র সহযোগিতায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হেলিকপ্টারের নকশা এবং প্রস্তুত করেছে।

দেহকান মাঝারি ওজনের দুই ইঞ্জিন বিশিষ্ট আট জন যাত্রী বহনে সক্ষম নতুন এ হেলিকপ্টার সকলের কাছে উন্মুক্ত করেন। তিনি বলেন, এটি মালামাল ও যাত্রী পরিবহন এবং কল্পিত শত্রুর অবস্থান পরিদর্শন-নিরীক্ষণ কাজে ব্যবহার করা যাবে। এছাড়া, সাবা-২৪৮ হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স বা জরুরী উদ্ধার এবং ত্রাণ কাজেও ব্যবহার করা যেতে পারে বলে জানান তিনি।    

দেহকান আরো বলেন, হেলিকপ্টারের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে; এটিতে আধুনিক নেভিগেশন প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে, এটি মাত্র একটি ইঞ্জিনের ওপর ভিত্তি করে কার্যক্ষমতা চালাতে পারবে, মসৃণ এরোডায়নামিক নকসা ব্যবহার করার কারণে এটি উচ্চ নিরাপত্তা এবং গতি সম্পন্ন, কম শব্দ ও কম্পন বিশিষ্ট এবং সর্বোচ্চ ৫৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য- ক্ষমতা সম্পন্ন।  

 

নতুন কমেন্ট যুক্ত করুন