ইরানের বিরূদ্ধে নেতানিয়াহু-ট্রাম্পের ষড়যন্ত্র
ইরানের বিরূদ্ধে নেতানিয়াহু-ট্রাম্পের ষড়যন্ত্র
হোয়াইট হাউজ জানিয়েছে রোববার রাতে নেতানিয়াহু ও ট্রাম্প টেলিফোনে আলাপ করেছেন এবং ইরানের পক্ষ থেকে ‘সম্ভাব্য হুমকিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যু’ নিয়ে কথা বলেছেন। এ সময় ট্রাম্প তেল আবিব এবং ওয়াশিংটনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে কথিত শান্তি প্রতিষ্ঠার বিষয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশসহ অন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইকে প্রাধান্য দেয়া হবে বলে হোয়াইট হাউজের বিবৃতিতে জানানো হয়েছে। ইহুদিবাদী ইসরাইলের নিরাপত্তা রক্ষার বিষয়েও নেতানিয়াহুকে প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত প্রতিশ্রুতি দিয়েছেন।
এদিকে, নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প তাকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। রোববার ইসরাইলি মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু আবারো ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার পরমাণু সমঝোতা বাতিলের দাবি জানিয়েছেন। নেতানিয়াহু তার ভাষায় বলেছেন, ইরান সম্পর্কে তিনি যে দাবি করছেন তা হচ্ছে তেহরানের পক্ষ থেকে আসা হুমকি এবং এ হুমকি বন্ধ করতে হবে। তিনি আরো বলেন, পরমাণু সমঝোতা বাতিলের বিষয়টি হচ্ছে ইসরাইলের সামনে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য।
নতুন কমেন্ট যুক্ত করুন