স্বৈরশাসক সাদ্দাম হোসেনের একটি প্রাসাদ কম্পাউন্ডের ভেতরে অবস্থিত গণকবর থেকে ৮৯ ব্যক্তির দেহাবশেষ পাওয়া গেছে

ইরাকের উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশের তিকরিতে সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের একটি প্রাসাদ কম্পাউন্ডের ভেতরে অবস্থিত গণকবর থেকে ৮৯ ব্যক্তির দেহাবশেষ উদ্ধার করেছেন।

স্বৈরশাসক সাদ্দাম হোসেনের একটি প্রাসাদ কম্পাউন্ডের ভেতরে অবস্থিত গণকবর থেকে ৮৯ ব্যক্তির দেহাবশেষ পাওয়া গেছে

ইরাকের উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশের তিকরিতে সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের একটি প্রাসাদ কম্পাউন্ডের ভেতরে অবস্থিত গণকবর থেকে ৮৯ ব্যক্তির দেহাবশেষ উদ্ধার করেছেন।

সূত্রটি আরো জানিয়েছে, ইরাকি সেনাবাহিনীর হাতে আটক দায়েশ জঙ্গিদের দেয়া তথ্যের ভিত্তিতে গণকবরটির সন্ধান পাওয়া যায়। দেহাবশেষগুলোকে শনাক্ত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

২০১৪ সালের জুন মাসে ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিশাল এলাকা দখল করে নেয় উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশ। তারা সে সময় তিকরিতের বিমান ঘাঁটি ‘ক্যাম্প স্পেচার’ দখলের পর সেখানকার প্রায় ১,৭০০ বিমান সেনাকে হত্যা করে। ঘাঁটিটিতে দায়েশ যখন হানা দেয় তখন সেখানে প্রায় ৪,০০০ নিরস্ত্র বিমান সেনা ছিলেন বলে জানা যায়। 

এখান থেকে অপহৃত সেনাদের একাংশকে ধরে প্রেসিডেন্ট প্রাসাদে নিয়ে হত্যা করে বর্বর জঙ্গিরা। এ ছাড়া, অনেককে নদীর তীরে নিয়ে গুলি করে অর্ধমৃত অবস্থায় নদীতে ফেলে দেয় তারা।  এসব হত্যাকাণ্ডের ভিডিও সে সময় ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছিল দায়েশ জঙ্গিরা।

২০১৫ সালের মার্চ মাসে ইরাকের সেনাবাহিনী দায়েশের হাত থেকে তিকরিত পুনরুদ্ধার করে। পরবর্তীতে এক তদন্তে বেরিয়ে আসে, ওই গণহত্যায় দায়েশকে সহযোগিতা করে সাদ্দামের সাবেক বাথ পার্টির ৫৭ সদস্য। 

 

নতুন কমেন্ট যুক্ত করুন