ট্রাম্প কি ইরানের পরমাণু সমঝোতা বাতিল করবে?
ট্রাম্প কি ইরানের পরমাণু সমঝোতা বাতিল করবে?
কানাডার সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে সালেহি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি পরমাণু সমঝোতা বাতিল করেন তাহলে তার জন্য সঠিক ব্যবস্থা নিতে ইরানও প্রস্তুত রয়েছে। তিনি বলেন, “আমরা সামনে এগিয়ে যেতেও পারি আবার পেছাতেও পারি। আমরা কোথায় ছিলাম সেটা বড় বিষয় নয় বরং আমরা এখন প্রযুক্তিগত দিক দিয়ে অনেক ভালো অবস্থানে রয়েছি।” আলী আকবর সালেহি আরো বলেন, “আমরা পুরনো দিনের দিকে তাকাতে চাই না, আমি এ বিষয়ে কোনো সিদ্ধান্তও নিতে চাই না; তবে আমরা প্রস্তুত রয়েছি।”
২০১৫ সালের জুলাই মাসে ইরান ও ছয় জতিগোষ্ঠীর মধ্যে পরমাণু ইস্যুতে সমঝোতা সই হয় এবং ২০১৬ সালের ১৬ জানুয়ারি তা বাস্তবায়ন শুরু হয়। পরে তা জাতিসংঘ নিরাপত্তা পরিষদও অনুমোদন করেছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানের সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি নির্বাচিত হলে এ সমঝোতা বাতিল করবেন। এখন তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর তার পদক্ষেপ কী হয় তা নিয়ে বিশ্ববাসীর মধ্যে এক ধরনের উদ্বেগ দেখা দিয়েছে।
নতুন কমেন্ট যুক্ত করুন