তরস্কের কাছে পাঁচ কোটি পাউন্ডের অস্ত্র বিক্রি করেছে ব্রিটেন
তরস্কের কাছে পাঁচ কোটি পাউন্ডের অস্ত্র বিক্রি করেছে ব্রিটেন
তুরস্কে বিরোধী জনমতের ওপর ব্যাপক নিপীড়ন সত্ত্বেও ব্রিটিশ সরকার আংকারাকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করে যাচ্ছে। তুরস্কে গত ১৫ জুলাই ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর দেশটির কাছে পাঁচ কোটি পাউন্ডের অস্ত্র বিক্রি করেছে ব্রিটেন।
প্রকাশিত রপ্তানি পরিসংখ্যান অনুযায়ী, ১৬ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্রিটেনের কাছ থেকে দুই কোটি ৬০ লাখ পাউন্ডের আর্মার্ড প্লেট, বডি আর্মর এবং হেলমেট কিনেছে তুরস্ক। এছাড়া, বিমান, হেলিকপ্টার ও ড্রোন কেনার জন্য ৮৫ লাখ পাউন্ডের এএমএল-১০ লাইসেন্স কিনেছে আংকারা। পাশাপাশি ৪০ লাখ পাউন্ডের এমএল-৪ লাইসেন্স কিনেছে; এর আওতায় ক্ষেপণাস্ত্র, বোমা ও হুমকি মোকাবেলার সরঞ্জামাদি কেনা হবে।
ব্রিটিশ অস্ত্রের অন্যতম প্রধান ক্রেতা হচ্ছে তুরস্ক। ২০১৫ সাল থেকে এ পর্যন্ত দেশটি ব্রিটেন থেকে ৩৩ কোটি পাউন্ডের অস্ত্র কিনেছে। তুরস্কে বিরোধীদলের ওপর নিপীড়িন ও ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটতে পারে বলে যখন আশংকা করা হচ্ছে তখন তুরস্ককে ব্রিটেন এই বিপুল অর্থের অস্ত্র দিয়েছে। ব্রিটেনের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের তালিকায় তুরস্ক হচ্ছে অগ্রাধিকারপ্রাপ্ত দেশ।
নতুন কমেন্ট যুক্ত করুন