ইসরাইলি নেতা জিপি লিভনি গ্রেপ্তারের ভয়ে বেলজিয়াম সফর বাতিল করলেন

ফিলিস্তিনের গাজায় হামলার সময় যুদ্ধাপরাধ করার দায়ে তাকে গ্রেপ্তার করা হতে পারে আশঙ্কা করছেন ইহুদিবাদী ইসরাইলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সাংসদ জিপি লিভনি। সম্প্রতি বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটরের মুখপাত্র থেরি ওয়ার্টস বলেছেন, ব্রাসেলসে পৌঁছার পরপরই লিভনিকে

 ইসরাইলি নেতা জিপি লিভনি গ্রেপ্তারের ভয়ে বেলজিয়াম সফর বাতিল করলেন

 ফিলিস্তিনের গাজায় হামলার সময় যুদ্ধাপরাধ করার দায়ে তাকে গ্রেপ্তার করা হতে পারে আশঙ্কা করছেন ইহুদিবাদী ইসরাইলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সাংসদ জিপি লিভনি। সম্প্রতি বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটরের মুখপাত্র থেরি ওয়ার্টস বলেছেন, ব্রাসেলসে পৌঁছার পরপরই লিভনিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হবে।

তিনি আরও বলেছিলেন, "জিপি লিভনির সফরের সুযোগে গাজায় ইসরাইলি আগ্রাসনের বিষয়ে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাই আমরা।" ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ওই আগ্রাসন ২০০৮ সালের শেষ দিকে শুরু হয়ে ২০০৯ সালের জানুয়ারি মাসেও অব্যাহত ছিল। ওই আগ্রাসনের সময় জিপি লিভনি দখলদার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।

২০১০ সালে যুদ্ধাপরাধ সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে বেলজিয়াম গাজায় ইসরাইলি আগ্রাসন সম্পর্কে তদন্ত শুরু করে। ওই আগ্রাসনে এক হাজার ৪০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। শহীদদের বেশিরভাগই বেসামরিক ব্যক্তি। বেলজিয়ামে ইহুদিদের একটি সম্মেলনে অংশ নেয়ার জন্য আগামী সোমবার জিপি লিভনির ব্রাসেলসে যাওয়ার কথা ছিল।

 

নতুন কমেন্ট যুক্ত করুন