আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ
আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ
আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের ক্যাপিটল হিলে স্থানীয় সময় দুপুর ১২টায় দেশটির প্রধান বিচারপতি জন রবার্টস তাকে শপথ বাক্য পাঠ করান। ট্রাম্পের আগে বেলা ১১টা ৫৩ মিনিটে শপথ পাঠ করেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। তাকে শপথ পাঠ করান সুপ্রিম কোর্টের বিচারপতি চার্লস থমাস।
ডান হাত উপরে তুলে আর বাম হাত আব্রাহাম লিংকনের স্মৃতিবাহী বাইবেলে রেখে শপথ পাঠ করেন ট্রাম্প। শপথ বাক্যে তিনি বলেন, "আমি গভীর শ্রদ্ধার সঙ্গে শপথ করছি যে, আমি বিশ্বস্ততার সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দফতর পরিচালনা করব এবং সাধ্যের সবটুকু দিয়ে আমেরিকার সংবিধান রক্ষা, সংরক্ষণ ও প্রতিপালনে সচেষ্ট থাকব।"
শপথ গ্রহণের পর জাতির উদ্দেশে দেয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, "আজ তোমাদের দিন। এই উৎসব তোমাদের। এই আমেরিকা জনগণের। আমরা ওয়াশিংটন ডিসি থেকে ক্ষমতাও জনগণের হাতে ফিরিয়ে দিচ্ছি।"
ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেলকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তারা দায়িত্ব হস্তান্তরে তাদের মহত্বের পরিচয় দিয়েছেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা, ফার্স্ট লেডি মিশেল ওবামা, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন তাঁর স্ত্রী ও প্রেসিডেন্ট নির্বাচনি ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন, সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ, দেশটির উচ্চকক্ষ ও নিম্নকক্ষের প্রতিনিধিরা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামরিক বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা যোগ দেন।
হোয়াইট হাউসে ট্রাম্প ও মেলানিয়াকে স্বাগত জানান বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মিশেল ওবামা। পরে সেখান থেকে চলে যান শপথ গ্রহণের অনুষ্ঠানস্থল ক্যাপিটল হিলে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে লাখো জনতার হর্ষধ্বনির মধ্য দিয়ে আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন ট্রাম্প। শপথ গ্রহণের পর নতুন প্রেসিডেন্ট হিসেবে বক্তব্য দেন ডোনাল্ড ট্রাম্প।
এর আগে আজ দিনের শুরুতে স্ত্রী মেলানিয়াকে নিয়ে হোয়াইট হাউসের কাছের একটি গির্জায় গিয়ে প্রার্থনা করেন ট্রাম্প। এর মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার দিনটি শুরু করেন তিনি। সেখান থেকে বেরিয়ে যান মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে।
নতুন কমেন্ট যুক্ত করুন