জাতিসংঘ এবং ইইউ পরমাণু সমঝোতার প্রতি সমর্থন জানাল

ইরানের সঙ্গে রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা এবং জার্মানিকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠী চূড়ান্ত পরমাণু সমঝোতা বা জেসিপিওএ সই করে ২০১৫ সালের জুলাই মাসে। ২০১৬ সালের ১৬ জানুয়ারি এ সমঝোতা বাস্তবায়ন শুরু হয় এবং ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়

জাতিসংঘ এবং ইইউ পরমাণু সমঝোতার প্রতি সমর্থন জানাল

ইরানের সঙ্গে রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা এবং জার্মানিকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠী চূড়ান্ত পরমাণু সমঝোতা বা জেসিপিওএ সই করে ২০১৫ সালের জুলাই মাসে। ২০১৬ সালের ১৬ জানুয়ারি এ সমঝোতা বাস্তবায়ন শুরু হয় এবং ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।

এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি বলেছেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার পরমাণু সমঝোতা মেনে চলতে ইইউ প্রতিশ্রুতিবদ্ধ।

মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার পরমাণু সমঝোতা বাতিল করার হুমকি দিয়েছেন। এর মুখে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ এ কূটনীতিক তা মেনে চলার প্রতিশ্রুতি ব্যক্ত করলেন।

পরমাণু সমঝোতাকে তিনি ‘সবার জন্য কাজ’ হিসেবে অভিহিত করেন। এছাড়া, এ সমঝোতা এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের বলেও অভিমত ব্যক্ত করেন।

মেগারিনি নিরাপত্তা পরিষদের ২২৩১ প্রস্তাবের কথা তুলে ধরে বলেন, নিরাপত্তা পরিষদ ২০১৫ সালের ২০ জুলাই সর্বসম্মতভাবে এ সমঝোতার প্রতি সমর্থন জানিয়েছে। এদিকে, জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র পরমাণু সমঝোতার প্রতি বিশ্ব সংস্থার পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন।

 

নতুন কমেন্ট যুক্ত করুন