ইরানের সর্বোচ্চ নেতা রাফসানজানির স্মরণে শোক-সভার আয়োজন করেন

আজ (বুধবার) ইমাম খোমেনী (র) হুসাইনিয়ার মিলনায়তনে ইরানের সাবেক প্রেসিডেন্ট ও প্রভাবশালী নেতা আয়াতুল্লাহ হাশেমি রাফসানজানির মৃত্যুতে ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর উপস্থিতিতে ও তারই উদ্যোগে অনুষ্ঠিত হয় এই শোক-সভা। এ সভায় পবিত্র কুরআ

 ইরানের সর্বোচ্চ নেতা রাফসানজানির স্মরণে শোক-সভার আয়োজন করেন

 আজ (বুধবার) ইমাম খোমেনী (র) হুসাইনিয়ার মিলনায়তনে ইরানের সাবেক প্রেসিডেন্ট ও প্রভাবশালী নেতা আয়াতুল্লাহ হাশেমি রাফসানজানির মৃত্যুতে ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর উপস্থিতিতে ও তারই উদ্যোগে অনুষ্ঠিত হয় এই শোক-সভা। এ সভায় পবিত্র কুরআন তিলাওয়াত ও বিশ্বনবী (সা)’র পবিত্র আহলে বাইতের প্রশংসা করা হয়। কুরআন পাঠ করেন ইরানের সর্বোচ্চ নেতাসহ অন্য অনেক নেতৃবৃন্দ। 
রাফসানজানির পরিবারের সদস্যরা ছাড়াও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, সংসদ স্পিকার আলী লারিজানি, প্রধান বিচারপতি সাদিক আমোলি লারিজানিসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এই শোক-অনুষ্ঠানে যোগ দেন। বিদেশী কূটনৈতিক মিশনের কর্মকর্তারাও এ অনুষ্ঠানে এসেছিলেন। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আজ জাফারি ও ইরাকি ইসলামি সুপ্রিম কাউন্সিলের প্রধান আম্মার আল হাকিমও এ শোক অনুষ্ঠানে যোগ দেন। 

ইরানের ইসলামী বিপ্লবের অন্যতম শীর্ষস্থানীয় নেতা রাফসানজানি ছিলেন দেশটির বিপ্লবোত্তর সংসদের প্রথম স্পিকার। তিনি পর পর দুই দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়াও মরহুম রাফসানজানি ছিলেন তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব। ইরানের নীতি-নির্ধারণী পরিষদেরও প্রধান ছিলেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই গুরুত্বপূর্ণ পদে থেকে এই ইসলামী রাষ্ট্রের সেবা করেছেন। 
হৃদযন্ত্র অকেজো হয়ে পড়ায় গত রোববার ইন্তিকাল করেন আয়াতুল্লাহ রাফসানজানি। তাকে গতকাল মঙ্গলবার দাফন করা হয় ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনী (র)’র মাজারে। গতকালই লাখ লাখ শোকার্ত ইরানি তার জানাযার নামাজ ও দাফন-সমাবেশে অংশ নেন।

 

নতুন কমেন্ট যুক্ত করুন