হজরত হুরের কবর কারবালা থেকে দূরে দাফন করার কারণ

কারবালার হৃদয়বিদারক ঘটনার পরে যখন উমর বিন সাআদ তার সৈন্যদেরকে নিয়ে কারবালার বাহিরে চলে যায়, তখন বণি আসাদ গোত্রের লোকজন যারা ঐ এলাকার কাছেই বসবাস করতো তারা কারবালাতে আসে এবং হুসাইনি শহিদদের লাশকে দাফন করে দেয়।

হজরত হুরের কবর কারবালা থেকে দূরে দাফন করার কারণ

এস, এ, এ

কারবালার হৃদয়বিদারক ঘটনার পরে যখন উমর বিন সাআদ তার সৈন্যদেরকে নিয়ে কারবালার বাহিরে চলে যায়, তখন বণি আসাদ গোত্রের লোকজন যারা ঐ এলাকার কাছেই বসবাস করতো তারা কারবালাতে আসে এবং হুসাইনি শহিদদের লাশকে দাফন করে দেয়। বর্তমানে যেখানে ইমাম হুসাইন (আ.)এর কবর রয়েছে সেখানেই তাঁকে দাফন করা হয়েছিল, তাঁর পায়ের অংশে হজরত আলি আকবর (আ.)কে দাফন করা হয়েছিল এবং তাঁর সাহাবিদের লাশকে পাশেই একটি বড় কবর খুঁড়ে সেখানেই সকলকে দাফন করা হয়েছিল। হজরত আব্বাস (আ.) যেখানে শাহাদত বরণ করেন সেখানেই তাঁকে দাফন করা হয়। হাবিব ইবনে মাযাহির (রা.)কে ইমাম হুসাইন (আ.)এর কবরের বাহিরে মাথার অংশে দাফন করা হয়। হাবিব ইবনে মাযাহিরকে অন্যান্য শহিদদের সাথে কবর না দেয়ার কারণ হচ্ছে তারা হাবিব ইবনে মাযাহির (রা.)কে অভাবনিয় সম্মান করতো এবং হজরত হাবিব ইবনে মাযাহির (রা.) ছিলেন বণি আসাদ গোত্রের লোক। বণি তামিম গোত্রের লোকজন বর্তমানে যেখানে হজরত হুরের কবর রয়েছে সেখানেই তাঁকে দাফন করে দেয়। তাকেও অন্যান্য শহিদদের সাথে দাফন করা হয়নি। কারণ বণি তামিম গোত্রের লোকজন হুর ইবনে ইয়াযিদ রিয়াহিকে যথেষ্ট সম্মান করতো। আর এ কারণেই তারা হুরের শরির থেকে মাথা কাটার সুযোগ দেয়নি এবং তাঁকে কারবালার উত্তর পশ্চিমে ৭ কিঃমিঃ দূরে এক গ্রামে দাফন করে দেয়। কারবালাতে এ দুই শহিদদের (হাবিব ইবনে মাযাহির এবং হুর) কবরকে আলাদা করে দাফন করা হয়। (আল মাজালেসুস সানিয়া, পৃষ্ঠা ১১৯)

অনেকেই মনে করেন যে, ইমাম হুসাইন (আ.)এর কবর থেকে হুরের কবর দূরে হওয়ার কারণ হচ্ছে হজরত হুর ইমাম হুসাইন (আ.) এর কাছে এক বিশেষ মর্যাদা অর্জন করেছিল। আর তাই হয়তো আল্লাহ তায়ালা চেয়েছিলেন তার কবরস্থান একটি যিয়ারতের স্থানে রূপ লাভ করে এবং ওলিগণ যেন সেখান থেকেও আল্লাহর মারেফেত অর্জন করতে পারে। কেননা হজরত হুর অন্যান্য শহিদদের তুলনায় ইমাম হুসাইন (আ.)এর কাছে এক বিশেষ মর্যাদা অর্জন করেছিলেন।

হজরত হুর ছিলেন এক হাজার সেনাবাহিনির সেনাপতি। যারা ইমাম হুসাইন (আ.)এর সাথে যুদ্ধ করার জন্য এসেছিল। (তারিখে তাবারি, খন্ড ৪, পৃষ্ঠা ৩০২)

হজরত হুর এত বড় সেনাবাহিনি সেনাপ্রধান হওয়ার পরেও অবশেষে ইমাম হুসাইন (আ.)এর আহবানে সাড়া দেন এবং শাহাদত বরণ করেন। আর হয়তো এ কারণেই তাঁকে আলাদা স্থানে দাফন করা হয়। (বিহারুল আনওয়ার, খন্ড ৪৫, পৃষ্ঠা ১০, ১৪)

 

 

 

নতুন কমেন্ট যুক্ত করুন