হেলমান্দ থেকে পালাচ্ছে হাজার হাজার মানুষ
হেলমান্দ থেকে পালাচ্ছে হাজার হাজার মানুষ
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দের কয়েকটি এলাকায় তালেবানের অগ্রযাত্রা অব্যাহত থাকায় পলায়নপর হাজার হাজার মানুষ প্রাদেশিক রাজধানী লাশকার গা’এ আশ্রয়ের আশায় ছুটে আসতে শুরু করেছে।
হেলমান্দ প্রদেশের গভর্নর ওমর জাওয়াক বলেন, আশ্রয়ের আশায় ছুটে আসা হাজার হাজার বেসামরিক মানুষকে সামাল দেয়ার চেষ্টা করছে প্রাদেশিক সরকার। তিনি আরো জানান, গত কয়েক দিনে হেলমান্দের বিভিন্ন এলাকা থেকে অন্তত ৩০ হাজার মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। এদের বেশির ভাগই লাশকার গা’তে আসছে বলেও জানান তিনি।
লাশকার গা’তে বিপুল সংখ্যক ছিন্নমূল মানুষকে আশ্রয় দেয়া কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, নারী-শিশুসহ বহু পরিবারকে রাস্তায় ঘুমাতে হচ্ছে। এ ছাড়া, খাদ্য ও বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে এ অবস্থায় জরুরি ভিত্তিতে লাশকর গা’তে সাহায্য পাঠানো প্রয়োজন বলেও জানান তিনি। এদিকে, তালেবান অগ্রযাত্রা মুখে গোলযোগপূর্ণ প্রদেশটির রাজধানীর পতন ঘটার আশংকা বহুগণে বাড়িয়ে দিয়েছে। হেলমান্দে যুদ্ধের তীব্রতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ন্যাটো।
নতুন কমেন্ট যুক্ত করুন