তুরস্কের সঙ্গে উত্তেজনা নেই: জার্মানি
তুরস্কের সঙ্গে উত্তেজনা নেই: জার্মানি
জার্মানির কোলন শহরে রোববার তুর্কি নাগরিকদের সমাবেশে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের ভিডিও কনফারেন্সের বক্তব্য সম্প্রচারে জার্মানির একটি সাংবিধানিক আদালত নিষেধাজ্ঞা জারি করলে আংকারা জার্মান চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করে। এ প্রসঙ্গে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্টিন শায়েফের বলেন, জার্মানির দূতাবাসের কূটনীতিককে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানানোর ঘটনা ছিল সম্পূর্ণ স্বাভাবিক বিষয়। এটি যেমন তুরস্কে ঘটছে তেমনি ঘটছে বার্লিনেও। অতএব, এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই।” তিনি আরো বলেন, কোনো দেশে নিযুক্ত কূটনীতিককে ডেকে পাঠানো স্বাগতিক দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাধারণ বিষয় এবং নিত্য দিনের ঘটনা।
কোলন শহরে রোববারের সমাবেশে তুরস্কের বেশ কয়েকজন কর্মকর্তা ও হাজার হাজার তুর্কি নাগরিক অংশ নেন। কিন্তু প্রেসিডেন্টের বক্তব্য সম্প্রচারে আদালতের নিষেধাজ্ঞার কারণে তারা ক্ষুব্ধ হন।
নতুন কমেন্ট যুক্ত করুন