সিরিয়ায় এক দল বিদ্রোহী সরকারি বাহিনীর কাছে আত্মসমর্পণ করল

সিরিয়ায় এক দল বিদ্রোহী সরকারি বাহিনীর কাছে আত্মসমর্পণ করল

সিরিয়া,  বিদ্রোহী, সরকারি বাহিনী, আত্মসমর্পণ,  সংবাদ সংস্থা সানা

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, আজ (শনিবার) আলপ্পোর সালাউদ্দিন এলাকায় একদল সশস্ত্র বিদ্রোহী অস্ত্র সংবরণ এবং দেশটির সরকারি বাহিনীর কাছে আত্মসর্মপণ করেছে। এতে আরো বলা হয়, ওই এলাকার নিরাপদ করিডর দিয়ে অনেক বেসামরিক পরিবার সরে আসতে পেরেছে। এ সব পরিবারকে সেনাবাহিনীর নির্মিত অস্থায়ী আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দেয়া হয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কারণে আটকে পড়া বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার লক্ষ্যে সিরিয় সেনাবাহিনী এই করিডর  প্রতিষ্ঠা করেছে।

চলতি সপ্তাহের গোড়ার দিকে সিরিয় সেনাবাহিনীর পক্ষ থেকে পূর্ব আলেপ্পোর অধিবাসীদের কাছে পাঠানো বার্তায়  এ করিডরের বিষয়টি অবহিত করা হয়। এতে বলা হয়, যারা সরে পড়তে চায় সেনাবাহিনী তাদের পুরো নিরাপত্তা দেবে। এর আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, অস্ত্র সংবরণকারীদের সাধারণ ক্ষমার আওতায় আনা হবে।

 

নতুন কমেন্ট যুক্ত করুন