নুসরা ফ্রন্টের সন্ত্রাসীদের নতুন চরিত্র: ইরান
নুসরা ফ্রন্টের সন্ত্রাসীদের নতুন চরিত্র: ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, সিরিয়ায় তৎপর বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আন-নুসরা ফ্রন্টের নাম বদলের কারণে তাদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হবে না। উগ্র তাকফিরি এ গোষ্ঠীর নাম বদলের পদক্ষেপকে ইরান শুধুমাত্র শব্দের খেলা বলে মনে করছে।
গতকাল আন-নুসরা ফ্রন্ট মূল সংগঠন আল-কায়েদার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছে; পাশাপাশি নাম পরিবর্তন করে জাবহাত ফাতহ আশ-শাম রেখেছে।
এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেন, শুধুমাত্র সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকা থেকে নিজেদের মুক্ত করার লক্ষ্যে নুসরা ফ্রন্ট নাম বদলের এই উদ্যোগ নিয়েছে কিন্তু সিরিয়ায় সরকার উৎখাতের নামে নিরাপরাধ লোকজনের ওপর তারা যে ঘৃণ্য বর্বরতা চালিয়েছে তার কুৎসিত ভাবমর্যাদা মুছে যাবে না।
তিনি আরো বলেন, সন্ত্রাসী গোষ্ঠীর নাম পরিবর্তনের এই পদক্ষেপের মধ্যদিয়ে সৌদি নেতৃত্বাধীন আল-কায়েদা, তালেবান, দায়েশ ও আন-নুসরা ফ্রন্টের পৃষ্ঠপোষকদের দেউলায়িত্ব ফুটে উঠেছে। সন্ত্রাসী এসব গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সমর্থকদের তৎপরতা এবং সন্ত্রাসবাদ ও চরমপন্থা বিস্তারের মূল কারণ খুঁজে বের করার জন্য তিনি আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।
নতুন কমেন্ট যুক্ত করুন