ইয়েমেনে মার্কিন সেনা মারা গেছে
ইয়েমেনে মার্কিন সেনা মারা গেছে
আনসারুল্লাহ আন্দোলনের সংবাদ মাধ্যম ‘আনসারুল্লাহ ডট কম’ আজ (শুক্রবার) বলেছে, ইয়েমেনের যুদ্ধ বিষয়ক সংবাদ মাধ্যমে নিহত মার্কিন সেনার ছবি প্রকাশের পর প্রমাণিত হয় আরব এ দেশটিতে মার্কিন সেনাদের উপস্থিতি রয়েছে। ছবিতে টেইলার নাথানিয়েল কাল্ডওয়েল নামে মার্কিন এক সেনার পাসপোর্ট এবং তার বার্থ সার্টিফিকেট দেখা যাচ্ছে। এতে পরিষ্কারভাবে জানা যাচ্ছে যে, কাল্ডওয়েল আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে নাগরিক ছিলেন। তবে কীভাবে মার্কিন এ সেনা মারা গেছে তা স্পষ্ট নয়।
গত মে মাসে ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছিল, মার্কিন স্পেশাল ফোর্স পৌঁছেছে ইয়েমেনে এবং সংযুক্ত আরব আমিরাতের সেনাদের পাশাপাশি তারা যুদ্ধ করবে। আল-কায়েদার বিরুদ্ধে যুদ্ধের নামে তারা ইয়েমেনে প্রবেশ করে।
নতুন কমেন্ট যুক্ত করুন