আগামি মাসে হবে পুতিন ও এরদোগানের প্রথম বৈঠক
আগামি মাসে হবে পুতিন ও এরদোগানের প্রথম বৈঠক
সিরিয়ার আকাশসীমা থেকে রুশ বোমারু বিমান ভূপাতিত করার ঘটনায় সম্পর্কের মারাত্মক অবনতির পর আগামী মাসে এই প্রথম তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ধরনের বৈঠকে বসতে যাচ্ছেন।
আগামী ৯ আগস্ট রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে কথা রয়েছে। ধারণা করা হচ্ছে- এ বৈঠকের মাধ্যমে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান রাশিয়ার সঙ্গে সম্পর্ক আবার স্বাভাবিক ধারায় আনার চেষ্টা করবেন।
রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৈঠকের তারিখ নিশ্চিত করেছেন। তবে তিনি জানিয়েছেন, বৈঠকের আলোচ্যসূচি এখনো চূড়ান্ত হয় নি; এ নিয়ে আলোচনা চলছে। বিষয়টি নিয়ে দু পক্ষ মতবিনিময় করছে তবে রাশিয়ার নিশ্চিত কিছু বিষয় রয়েছে যা নিয়ে কথা বলা প্রয়োজন। পেসকভ জানান, সম্প্রতি তুরস্কের উপ প্রধানমন্ত্রী মেহমেত সিমসেকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মস্কো সফর করেছে এবং সে সময় পরিকল্পিত এ বৈঠকের বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়েছে।
নতুন কমেন্ট যুক্ত করুন