আমিরাত ২ তুর্কি জেনারেলকে আটক করে
আমিরাত ২ তুর্কি জেনারেলকে আটক করে
সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দু’জন তুর্কি জেনারেলকে আটক করা হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর হয়ে কাজ করতে ওই দুই জেনারেল আফগানিস্তানে মোতায়েন ছিলেন। তাদেরকে দুবাই থেকে আটক করে তুরস্কে ফেরত পাঠিয়েছে আরব আমিরাত কর্তৃপক্ষ।
আটক দুই তুর্কি সেনা কর্মকর্তা হলেন মেজর জেনারেল চাহিত বাকির ও ব্রিগেডিয়ার জেনারেল সেনের তোপুচ। মেজর জেনারেল বাকির আফগানিস্তানে মোতায়েন তুর্কি বাহিনীর কমান্ডার। এ ছাড়া, ব্রিগেডিয়ার জেনারেল তোপুচ আফগানিস্তানে শিক্ষা ও ত্রাণ তৎপরতার কাজে নিয়োজিত ছিলেন।
তুরস্কে গত ২৫ জুলাই’র ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জের ধরে দেশটিতে যে ব্যাপক শুদ্ধি অভিযান চলছে তারই অংশ হিসেবে এই দুই জেনারেলকে আটক করা হলো। ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে তুরস্কের অভ্যুত্থানকারীদের কঠোর হাতে দমন করা হয়। তখন থেকে এ পর্যন্ত তুরস্কের সামরিক ও বেসামরিক মিলিয়ে ১৩ হাজারেরও বেশি লোককে আটক করা হয়েছে।
নতুন কমেন্ট যুক্ত করুন