ইয়েমেনি বাহিনী সৌদির অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করল
ইয়েমেনি বাহিনী সৌদির অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করল
ইয়েমেনের রাজধানী সানার ২৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত তেল-সমৃদ্ধ প্রদেশটির একটি এলাকায় বোয়িং এএইচ-৬৪ হেলিকপ্টারটি অভিযান চালানোর সময় ইয়েমেনি বাহিনী গতকাল (সোমবার) রাতে গুলি করে এটিকে ভূপাতিত করে।আল-মাসিরা টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে। এদিকে, খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে ইয়েমেনে বর্বরোচিত আগ্রাসন চালিয়ে আসা সৌদি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে।
সৌদি বাহিনী নিহত দুই পাইলটের পরিচয় দিয়ে বলেছে, তাদের মধ্যে একজন ক্যাপ্টেন আইমান আলফাইফি এবং অন্যজন ফার্স্ট ল্যাফটেন্যান্ট মোহাম্মদ হাসান। ইয়েমেনের বিপ্লবী হুথি আনসারুল্লাহ সমর্থিত যোদ্ধাদের হামলায় দেশটির দক্ষিণ সীমান্তে আগ্রাসী সৌদি বাহিনীর অন্তত পাঁচ সেনা নিহত হওয়ার কয়েক ঘন্টার পর সৌদি আরবের পক্ষে এই ক্ষয়ক্ষতির খবর এলো। সীমান্ত প্রদেশ নাজরানে চলা প্রায় আট ঘণ্টার সংঘর্ষে এসব সেনা নিহত হয় বলে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির উদ্ধৃতি দিয়ে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে।
১৫ মাস ধরে সৌদি আরব ও কয়েকটি আরব তাদের পছন্দের সাবেক প্রেসিডেন্ট আব্দুরাব্বু হাদিকে ইয়েমেনি জাতির ওপর শাসক হিসেবে চাপিয়ে দেয়ার লক্ষ্যে দারিদ্র পীড়িত ইয়েমেনে সামরিক আগ্রাসন চালাচ্ছে।
নতুন কমেন্ট যুক্ত করুন