লাহোর হাইকোর্টে কাশ্মির নিয়ে মোদির বিরুদ্ধে মামলার আর্জি

লাহোর হাইকোর্টে কাশ্মির নিয়ে মোদির বিরুদ্ধে মামলার আর্জি

লাহোর হাইকোর্টে কাশ্মির নিয়ে মোদির বিরুদ্ধে মামলার আর্জি

লাহোর হাইকোর্ট,  কাশ্মির, মোদি,  মামলার আর্জি, ভারতের প্রধানমন্ত্রী, রানা আবদুল হামিদ ,

জম্মু-কাশ্মিরে ‘গণহত্যা’র দায়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সন্ত্রাসবাদ বিরোধী মামলার অনুমতি প্রার্থনা করে পাক আইনজীবী রানা আবদুল হামিদ শুক্রবার এ আর্জি পেশ করেছেন বলে পাকিস্তানের সংবাদপত্রে প্রকাশিত খবরে বলা হয়েছে।  আর্জিতে দাবি করা হয়েছে, গত ৯ জুলাই থেকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৪৫ ব্যক্তি নিহত হয়েছে। গেরিলা গোষ্ঠী হিজবুল মুজাহেদিনের তরুণ কমান্ডার বুরহান মুজাফফর ওয়ানি হত্যার প্রতিবাদে কাশ্মিরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করার সময় তাদের ওপর গুলি চালানো হয়।

এতে আরো দাবি করা হয়, ভারতীয় কর্তৃপক্ষ কাশ্মিরে মৌলিক মানবিক অধিকার রক্ষায় ব্যর্থ হচ্ছে। বেসামরিক এবং নিরীহ কাশ্মিরবাসীর বিরুদ্ধে মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করা হচ্ছে। এ ছাড়া, তাদের বিরুদ্ধে সহিংস কৌশল গ্রহণ করা হয়েছে বলেও আর্জিতে দাবি করা হয়েছে। 

 

 

নতুন কমেন্ট যুক্ত করুন