শত্রুর একটা ক্ষেপণাস্ত্রও মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ঠেকানো যাবে না’

শত্রুর একটা ক্ষেপণাস্ত্রও মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ঠেকানো যাবে না

ক্ষেপণাস্ত্র,  মার্কিন ক্ষেপণাস্ত্র,  প্রতিরক্ষা ব্যবস্থা,

মার্কিন ইউনিয়ন অফ কনসার্নড সায়েন্টিস্ট বা ইউসিএস মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে অনির্ভরযোগ্য এবং এ দিয়ে মার্কিন জনগণকে হামলা থেকে রক্ষা করা যাবে না বলে জানিয়েছে। গ্রাউন্ড-বেজড মিডকোর্স ডিফেন্স সিস্টেম বা জিএমডি নামের এ ব্যবস্থার পেছনে ২০১৭ পর্যন্ত চার হাজার কোটি ডলার ব্যয় হবে। কিন্তু ইউসিজি’র ৬০ পাতার প্রতিবেদনে বলা হয়েছে, বহু বছরের অবহেলায় এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মক দৈন্য দশায় পড়েছে।

এতে আরো বলা হয়েছে, শত্রু বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর জন্য ক্যালিফোর্নিয়া এবং আলাস্কায় বসানো আছে জিএমডি’এর ইন্টারসেপ্টর রকেট । কিন্তু এ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা পরীক্ষা করে দেখার জন্য চালানো মহড়ায় কল্পিত শত্রুর হামলাকারী একটি ক্ষেপণাস্ত্রও ওই ইন্টারসেপ্টর রকেট দিয়ে প্রতিহত করা যায় নি।

 

নতুন কমেন্ট যুক্ত করুন