আমেরিকা, আলে-সৌদ সরকার ও ইসরাইল হচ্ছে সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক
আমেরিকা, আলে-সৌদ সরকার ও ইসরাইল হচ্ছে সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক
ইসলামি প্রজাতন্ত্র আয়াতুল্লাহ মোহাম্মাদ ইমামি কাশানি বলেছেন, বিশ্বে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক হচ্ছে আমেরিকা, আলে-সৌদের সরকার ও ইহুদিবাদী ইসরাইল। তিনি আরও বলেন- এখন এটা সবার কাছেই স্পষ্ট যে, আমেরিকার শক্তি, সৌদি অর্থ ও ইহুদিবাদী নীতির ভিত্তিতে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসআইএল পরিচালিত হচ্ছে। রাজধানী তেহরানে জুমার নামাজের খোতবায় গতকাল (শুক্রবার) তিনি এসব কথা বলেন।
আয়াতুল্লাহ ইমামি কাশানি আরও বলেছেন- ইরাক, সিরিয়া ও ইয়েমেনের মতো দেশগুলোতে মানুষ হত্যা ও অবকাঠামো ধ্বংস করার জন্য সন্ত্রাসী গোষ্ঠী সৃষ্টি করা হয়েছে যা স্পষ্টভাবে মানবতাবিরোধী অপরাধ। তিনি আরও বলেন- আমেরিকা নিজেকে মানবাধিকারের সমর্থক হিসেবে দাবি করলেও বাস্তবে ইরাক, সিরিয়া ও ইয়েমেনের মজলুম জাতিগুলোর শত্রুদের প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে এবং ওয়াহাবি-তাকফিরিদের অপরাধযজ্ঞের বিষয়ে নীরব রয়েছে।
ফিলিস্তিনে ইসরাইলের অব্যাহত আগ্রাসন প্রসঙ্গে তিনি বলেন, ফিলিস্তিনিরা তাদের ভূখণ্ড ও অধিকার রক্ষার চেষ্টা ছাড়া আর কিছুই করছে না কিন্তু আমেরিকা ও তার মিত্র দেশগুলো সেই ফিলিস্তিনিদেরকেই অভিযুক্ত করছে এবং সন্ত্রাসী হিসেবে ঘোষণা করছে।
নতুন কমেন্ট যুক্ত করুন