বাংলাদেশে জঙ্গি হামলার সাথে আন্তর্জাতিক সন্ত্রাসী চক্রের যোগ আছে: নিশা দেশাই

বাংলাদেশে জঙ্গি হামলার সাথে আন্তর্জাতিক সন্ত্রাসী চক্রের যোগ আছে: নিশা দেশাই

বাংলাদেশ,  জঙ্গি হামলা,  আন্তর্জাতিক,  সন্ত্রাসী চক্র,  নিশা দেশাই,

আজ (মঙ্গলবার) সকাল ১০টায় সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বৈঠকে নিশা দেশাই বিসওয়াল জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশকে শিক্ষা-প্রশিক্ষণ ও তদন্ত কার্যক্রমে কারিগরি সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছেন এবং তিনি বলেছেন: অতীতে বাংলাদেশ সরকার জঙ্গি সমস্যাকে স্রেফ দেশের ভেতরে রাজনৈতিক দ্বন্দ্বের ফসল মনে করলেও বর্তমানে এর সঙ্গে আন্তর্জাতিক যে একটি যোগসাজশ রয়েছে তা মেনে নিতে শুরু করেছে সরকার।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটের গুলশানের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।  যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মনে করেন বাংলাদেশের সাম্প্রতিক জঙ্গি হামলার সাথে আন্তর্জাতিক সন্ত্রাসী চক্রের যোগাযোগ রয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে জঙ্গি দমনে তাদের অভিজ্ঞতা নিয়ে তারা বাংলাদেশকে সহায়তা করতে চায়।

এ প্রসঙ্গে সিপিবি’র কেন্দ্রীয় নেতা রুহীন হোসেন প্রিন্স বলেন, বাংলাদেশের জঙ্গিদের সাথে যদি আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আই এস আইএলে’র যোগাযোগ থেকে থাকে তবে তা নিশা দেশাই ভালো জানবেন, কারণ আই এসআইএল তাদেরই সৃষ্টি।

সিপিবি’র এ নেতা মনে করেন, জঙ্গি হামলার অজুহাতে যুক্তরাষ্ট্র তাদের দীর্ঘদিনের ইচ্ছা বাংলাদেশকে চাপের মধ্যে রেখে সোফা চুক্তি আদায় করে নিতে চায় এবং এদেশে তাদের সৈন্যদের স্থায়ী ঘাঁটি গাড়তে চায়।

এ দিকে, গুলশান হলি আর্টিজান বেকারিতে হামলায় দেশের আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনার তদন্ত শুরু করেছেন। এর পাশাপাশি আমেরিকান এফবিআইও মাঠে নেমেছে। ঢাকায় জাপান ও ইতালি দূতাবাসের বিভিন্ন পদে কর্মরত কর্মকর্তারাও হামলার বিষয়ে তথ্য সংগ্রহে কাজ করছেন।

 

নতুন কমেন্ট যুক্ত করুন