৫ই শাওয়ালের উল্লেখযোগ্য ঘটনাবলি

৫ই শাওয়ালের উল্লেখযোগ্য ঘটনাবলি

শাওয়াল মাস, শাওয়াল, মুসলিম ইবনে আকিল, মুসলিম, সিফফিনের যুদ্ধ, ইমাম আলি, ইমাম, আলি,

এস, এ, এ

১- সিফফিন যুদ্ধের উদ্দেশ্যে ইমাম আলি (আ.)এর যাত্রা:

সন ৩৬ হিজরিতে ইমাম আলি (আ.) সিফফিন যুদ্ধের উদ্দেশ্যে রওনা হন এবং আবু মাসউদ উকবা বিন আমের আনসারিকে কুফাতে নিজের স্থলাভিসিক্ত হিসাবে রেখে যান।

 

তথ্যসূত্র:

১- তাতেম্মাতুল মুনতাহা, পৃষ্ঠা ২৩।

২- ফেইযুল আলাম, পৃষ্ঠা ৬৯।

৩- মুরুজুয যাহাব, খন্ড ২, পৃষ্ঠা ৩৮৪।

৪- তাযকেরাতুল খাওয়াস, পৃষ্ঠা ৮৫।

 

২- কুফাতে মুসলিম ইবনে আকিল (আ.)এর আগমণ:

সন ৬০ হিজরিতে হজরত মুসলিম ইবনে আকিল (আ.) কুফাতে প্রবেশ করেন। যখন কুফাবাসিরা তার সাথে দেখা করার জন্য ভিড় জমায় তখন তিনি ইমাম হুসাইন (আ.) এর প্রেরিত চিঠিটি সকলের মাঝে পাঠ করে শোনান। অতঃপর ১৮ হাজার কুফাবাসি তার কাছে বাইয়াত করে। হজরত মুসলিম উক্ত ঘটনাটিকে কেন্দ্র করে ইমাম হুসাইন (আ.) কে চিঠি লিখেন এবং তাঁকে কুফায় আসার জন্য এবং কুফাবাসিদের উষ্ণ অভর্থনা সম্পর্কে অবগত করেন।

 

তথ্যসূত্র:

১- আহকাকুল হাক্ব, খন্ড ২৩, পৃষ্ঠা ৬৪৯।

২- মুসতাদরাকে সাফিনাতুল বিহার, খন্ড ৫, পৃষ্ঠা ২১৪।

৩- ফারসানুল হাইজান, খন্ড ২, পৃষ্ঠা ৭০।

৪- শারহে এহকাকুল হাক, খন্ড ৩৩, পৃষ্ঠা ৬৪৯।

৫- কালায়েদুন নুহুর, খন্ড শাওয়াল, পৃষ্ঠা ১৭।

 

নতুন কমেন্ট যুক্ত করুন