ইতালির একটি প্রতিনিধি দল সম্পর্ক বাড়াতে সিরিয়া সফরে যাচ্ছে
ইতালির একটি প্রতিনিধি দল সম্পর্ক বাড়াতে সিরিয়া সফরে যাচ্ছে
ইতালির প্রেসিডেন্টের বৈদেশিক গোয়েন্দা এবং নিরাপত্তা সংস্থা বিষয়ক প্রধান জেনারেল আলবার্তো মানেন্তি একটি প্রতিনিধি দলসহ আগামী শনিবার দামেস্ক আন্তার্জাতিক বিমান বন্দরে পৌঁছাবেন বলে সিরিয়া এবং ইতালির মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুন:প্রতিষ্ঠার লক্ষ্যে এ সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে ইতালির একটি প্রতিনিধি দল চলতি সপ্তাহের শেষে দামেস্ক সফরে যাবেন।
সিরিয়া-ইতালির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার পাশাপাশি নিরাপত্তা ইস্যুতে দামেস্কের সঙ্গে সম্ভাব্য সহযোগিতা বাড়ানোর শর্ত হিসেবে সিরিয়ার ওপর থেকে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা তুলে নেয়া বিষয়ে তারা সিরিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। রাশিয়ার আল-ইয়োম টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।
যত দ্রুত সম্ভব সিরিয়া-ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্কের পুন:প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করার ব্যাপারে প্রতিনিধি দলটি এরই মধ্যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এদিকে, চলতি বছরের শুরুতে নিরাপত্তা বিষয়ে সিরিয়ার একটি উচ্চ প্রতিনিধি দল ইতালি সফরে গিয়েছিলেন। সেসময় প্রতিনিধি দলের নেতা সিরিয়ার নিরাপত্তা বিষয়ক মহাপরিচালক মোহাম্মদ দিব জায়তুন কয়েকজন ইতালির কর্মকর্তার সঙ্গে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। ইউরোপীয় ইউনিয়ন দেশগুলো তাদের নিজ দেশের তাকফিরি সন্ত্রাসীদেরকে ইউরোপে প্রবেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ সংক্রান্ত নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর ব্যাপারে তারা সম্প্রতি সিরিয়ার সরকারের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছে।
নতুন কমেন্ট যুক্ত করুন