আমেরিকা ২ রুশ কূটনীতিককে বহিস্কার করল

আমেরিকা ২ রুশ কূটনীতিককে বহিস্কার করল

আমেরিকা,  রুশ কূটনীতিক, বহিস্কার, ওয়াশিংটন, মার্কিন দূতাবাস, মস্কো, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়,

দুই রুশ কূটনীতিককে বহিস্কার করেছে ওয়াশিংটন। গতমাসে মস্কোয় মার্কিন দূতাবাসের বাইরে আমেরিকার একজন কূটনীতিকের ওপর হামলার জের ধরে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত গত মাসেই ওই দুই রুশ কূটনীতিককে বহিস্কার করা হলেও গতকাল (শুক্রবার) এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেয় ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি শুক্রবার জানিয়েছেন, মস্কোর ঘটনার পরিপ্রেক্ষিতে ১৭ জুন যুক্তরাষ্ট্র থেকে দুই রুশ কর্মকর্তাকে বহিস্কার করা হয়েছে। অবশ্য বহিস্কৃত দুই কূটনীতিকের পরিচয় জানাননি তিনি।

গত ৬ জুন একজন রুশ নিরাপত্তা রক্ষী একজন মার্কিন কূটনীতিকের ওপর হামলা করে এবং সিসিটিভি ক্যামেরায় এ ঘটনা ধরা পড়ে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওই মার্কিন নাগরিক কোনো কূটনীতিক ছিলেন না বরং তিনি ছিলেন সিআইএ’র এজেন্ট। নিরাপত্তা রক্ষী তাকে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বললেও তিনি তা দেখাত অস্বীকার করেন এবং ওই রক্ষীর মুখে ঘুষি মারেন। কিন্তু মার্কিন পররাষ্ট্র দফতর দাবি করছে, বিনা উস্কানিতে ওই রুশ নিরাপত্তা রক্ষী আমেরিকার ‘কূটনীতিকের’ ওপর চড়াও হয় এবং এ ঘটনায় মার্কিন কর্মীদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে।

 

নতুন কমেন্ট যুক্ত করুন