সন্ত্রাসী ঘটনায় জড়িতদের পরাজিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: ইরান

সন্ত্রাসী ঘটনায় জড়িতদের পরাজিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: ইরান

সন্ত্রাসী ঘটনা,  ইরান, আইএসআইএল, দায়েশ, বাগদাদ, জঙ্গি গোষ্ঠী,

বার্তায় বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন ইস্তাম্বুল, ঢাকা এবং বাগদাদের সন্ত্রাসী হামলার পেছনে যারা রয়েছে তাদের পাশাপাশি জঙ্গি গোষ্ঠীগুলোর আদর্শ পরাজিত না হওয়া পর্যন্ত ইরান লড়াই চালিয়ে যাবে।

রোববার খুব ভোরে ইরাকের রাজধানী বাগদাদের বাণিজ্যিক এলাকায় জোড়া বোমা হামলায় অন্তত ১৬৭ জন নিহত এবং ১৮৫ জন আহত হয়। এদিকে চলতি মাসের ১ তারিখে ঢাকার একটি রেস্তোরাঁয় সশন্ত্র ব্যক্তিদের হামলা হয়। কমান্ডো অভিযানের মধ্য দিয়ে পণবন্দি ঘটনার সমাপ্তি ঘটে। সন্ত্রাসীদের হাতে ২০ জন নিহত হয়। কমান্ডো অভিযানে ছয় বন্দুকধারীর সবাই নিহত হয়। মধ্যপ্রাচ্যভিত্তিক উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ঢাকার গুলশান হামলায় জড়িতদেরকে নিজেদের 'যোদ্ধা' বলে দাবি করেছে।

 

নতুন কমেন্ট যুক্ত করুন