দায়েশ বিরোধী লড়াইয়ে ইরাকি নিরাপত্তা বাহিনীর নতুন বিজয়
দায়েশ বিরোধী লড়াইয়ে ইরাকি নিরাপত্তা বাহিনীর নতুন বিজয়
ইরাকের চৌকস সন্ত্রাসবাদ বিরোধী বাহিনী এবং পুপুলার মোবিলাইজেশনের যোদ্ধারা তেলোল আল-বাজ এলাকা উদ্ধার করেছে। মসুলের উত্তরাঞ্চলীয় অঞ্চলের এ এলাকা রাজধানী বাগদাদ থেকে আড়ইশ’ কিলোমিটার উত্তর অবস্থিত। এটি আস-শিরকাত হাইওয়ের কাছে অবস্থিত।
ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী বাহিনীর কমান্ডার লে জেনারেল আবদুল গানি-আল আসাদি বলেন, ওই এলাকায় গাড়ি হামলা ঠেকানোর জন্য নিরাপত্তা বাহিনীর কয়েকটি ইউনিট মোতায়েন করা হয়েছে।
নতুন কমেন্ট যুক্ত করুন