ঘর থেকে বাহির হওয়ার সময়ের দোয়া
ঘর থেকে বাহির হওয়ার সময়ের দোয়া
এস, এ, এ
ঘর থেকে বাহির হওয়ার সময়ের দোয়াটি বিভিন্ন ইমাম (আ.) থেকে বর্ণিত হয়েছে।
১-ঘর থেকে বাহির হওয়ার সময়ের দোয়াটি ইমাম জাফর সাদিক (আ.) থেকে বর্ণিত হয়েছে। ঘর থেকে বাহির হওয়ার সিদ্ধান্ত নিলে বলতে হবে:
اللَّهُ اَکبَرُ
অতঃপর তিনবার বলতে হবে:
بِالِلَّهِ اَخْرُجُ وَ بِالِلَّهِ اَدْخُلُ وَ عَلَى الِلَّهِ اَتَوَکلُ
অতঃপর বলতে হবে:
اَللّهُمَّ افْتَحْ لى فى وَجْهى هذا بِخَیرٍ وَ اخْتِمْ لى بِخَیرٍ وَقِنى شَرَّ کلِّ دآبَّةٍ اَنْتَ آخِذٌ بِناصِیتِها اِنَّ رَبّى عَلى صِراطٍ مُسْتَقیمٍ
২- ইমাম জয়নুল আবেদিন (আ.) থেকে বর্ণিত হয়েছে ঘর থেকে বাহির হওয়ার সময় বলতে হবে:
بِسْمِ اللَّهِ آمَنْتُ بِاللَّهِ وَ تَوَکلْتُ عَلَى اللَّهِ
৩- ঘর থেকে বাহির হওয়ার সময়ের দোয়াটি ইমাম মোহাম্মাদ বাকের (আ.) থেকে এরূপভাবে বর্ণিত হয়েছে। দোয়াটি হচ্ছে নিন্মরূপ:
بِسْمِ اللَّهِ الرَّحْمنِ الرَّحیمِ حَسْبِىَ اللَّهُ تَوَکلْتُ عَلَى اللَّهِ اَللّهُمَّ اِنّى اَسْئَلُک خَیرَ اُمُورى کلِّها وَ اَعُوذُبِک مِنْ خِزْىِ الدُّنْیا وَ عَذابِ الاْخِرَةِ
৪- ঘর থেকে বাহির হওয়ার সময়ের দোয়াটি ইমাম জাফর সাদিক (আ.) থেকে এভাবে বর্ণিত হয়েছে। দোয়াটি হচ্ছে নিন্মরূপ:
بِسْمِ اللَّهِ تَوَکلْتُ عَلَى اللَّهِ لا حَوْلَ وَلاقُوَّةَ اِلاّ بِاللَّهِ اَللّهُمَّ اِنّى اَسْئَلُک خَیرَ ما خَرَجْتُ لَهُ وَ اَعُوذُبِک مِنْ شَرِّ ما خَرَجْتُ لَهُ اَللّهُمَّ اَوْسِعْ عَلَىَّ مِنْ فَضْلِک وَ اَتْمِمْ عَلَىَّ نِعْمَتَک وَاسْتَعْمِلْنى فى طاعَتِک وَاجْعَلْ رَغْبَتى فیما عِنْدَک وَ تَوَفَّنى عَلى مِلَّتِک وَ مِلَّةِ رَسُولِک صَلَّى اللَّهُ عَلَیهِ وَ آلِهِ
৫- ঘর থেকে বাহির হওয়ার সময়ের দোয়াটি ইমাম রেযা (আ.) থেকে এরূপভাবে বর্ণিত হয়েছে।
بِسْمِ اللَّهِ الرَّحْمنِ الرَّحیمِ خَرَجْتُ بِحَوْلِ اللَّهِ وَ قُوَّتِهِ لابِحَوْلٍ مِنّى وَ لا قُوَّتى بَلْ بِحَوْلِک وَ قُوَّتِک یا رَبِّ مُتَعَرِّضاً لِرِزْقِک فَاْتِنى بِهِ فى عافِیةٍ.
৬- ঘর থেকে বাহির হওয়ার সময়ের দোয়াটি ইমাম জাফর সাদিক (আ.) থেকে এরূপভাবে বর্ণিত হয়েছে। যদি কেউ ঘর থেকে বাহির হওয়ার পূর্বে ১০ বার সুরা ইখলাস পাঠ করে তাহলে ঘরে ফিরে আসা পর্যন্ত সে আল্লাহর হিফাযতে থাকবে।
৭- ঘর থেকে বাহির হওয়ার সময় দোয়াটি সম্পর্কে ইমাম মুসা কাযিম (আ.) থেকে এরূপভাবে বর্ণিত হয়েছে। ঘর থেকে বাহির হওয়ার পূর্বে ঘরের দরজার কাছে দাঁড়িয়ে সুরা ফাতিহা, ইখলাস, নাস ও ফালাক্ব পাঠ করে চতূর্দিকে ফুঁকে দিতে হবে। অতঃপর বলতে হবে:
اَللّهُمَّ احْفَظْنى وَاحْفَظْ ما مَعِىَ وَ سَلِّمْنى وَ سَلِّمْ ما مَعِىَ وَ بَلِّغْنى وَ بَلِّغْ ما مَعِىَ بَلاغاً حَسَناً
৮- ঘর থেকে বাহির হওয়ার সময় সম্পর্কে ইমাম মুসা কাযিম (আ.) থেকে বর্ণিত হয়েছে যে,
بِسْمِ اللَّهِ آمَنْتُ بِاللَّهِ وَ تَوَکلْتُ عَلَى اللَّهِ ما شاءَ اللَّهُ لا حَوْلَ وَ لا قُوَّةَ اِلاّ بِاللَّهِ
নতুন কমেন্ট যুক্ত করুন