মার্কিন ঘাটিতে উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রশান্ত মহাসাগরের আঘাত হানা যাবে: কিম
মার্কিন ঘাটিতে উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রশান্ত মহাসাগরের আঘাত হানা যাবে: কিম
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বলেছেন, পিয়ংইয়ং সম্প্রতি মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে তা দিয়ে প্রশান্ত মহাসাগরের মার্কিন ঘাটিগুলোতে আঘাত হানা যাবে।
মুসুদান ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, প্রশান্ত মহাসাগরের মার্কিন ঘাটিগুলোতে আঘাত হানার নিশ্চিত এবং বাস্তব সম্মত সক্ষমতা উত্তর কোরিয়ার আছে।
এ ছাড়া, মুসুদান ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে উত্তর কোরিয়ার জন্য বিশাল ঘটনা হিসেবে স্বাগত জানান তিনি। তিনি বলেন, এর মাধ্যমে আগাম পরমাণু হামলা চালানোর ক্ষেত্রে পিয়ংইয়ং’এর সক্ষমতা উল্লেখযোগ্য ভাবে বাড়বে।
এর আগে মার্কিন এবং দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্রগুলো পিয়ংইয়ং’এর ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছে। মধ্যপাল্লার মুসুদান ক্ষেপণাস্ত্রের পাল্লা আড়াই থেকে চার হাজার কিলোমিটার বলে ধারণা করা হয়। এ সব ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়া, জাপান এবং গুয়ামের মার্কিন ঘাটিগুলোতে আঘাত হানতে পারবে।
নতুন কমেন্ট যুক্ত করুন